সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়কে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০১:৩৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ২৯৬ বার পড়া হয়েছে
এবি এ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়কে বিক্ষোভ করেছেন। পরে কিছু সময় তারা সড়কে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে রাখে।
সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়কে শ্রমিকরা অবস্থান নিয়ে সোমবার (২৬ মে) সকালে বিক্ষোভ ও অবরোধ করে।
শ্রমিকরা জানান, গত দুই মাসের ২৫ শতাংশ বেতন কারখানায় কর্মরত শ্রমিকদের এখনও বকেয়া আছে। এছাড়া কারখানার স্টাফদের দুই মাসের সম্পূর্ণ বেতন দেয়নি কারখানা কৃর্তপক্ষ। এ সময় শ্রমিকরা অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়কে অবস্থান নেন। পরে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরানো হয়েছে। সমাধানের জন্য এখন মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।