ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

    তিনি ঝামেলা পাকাচ্ছেন, আবার শান্তিতে নোবেল ও চাইছেন-সালমান খান

    ইন্টারন্যাশনাল ডেস্ক
    • আপডেট সময় ০৫:৪৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
    • / ২৫৪ বার পড়া হয়েছে

    রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মঞ্চ সাধারণত প্রতিযোগীদের লড়াই, নাটকীয়তা আর সালমান খানের ঝটপট মন্তব্যে সরগরম থাকে। তবে শনিবার রাতের ‘বিগ বস ১৯’-এর পর্বে যেন এক ভিন্ন দৃশ্যের সাক্ষী হলো দর্শক। প্রতিযোগী ফারহান ভাটকে ভর্ৎসনা করতে গিয়েই সালমান খান এমন এক মন্তব্য করে বসলেন, যা মুহূর্তেই আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে মিল খুঁজে পেল নেটিজেনরা।

    ভাইজান বলেন, “যে সবচেয়ে বেশি ঝামেলা পাকাচ্ছে, সে নিজেই আবার শান্তিতে পুরস্কার (নোবেল) চাইছে!” যদিও কোনো নাম নেননি তিনি, তবে দর্শকরা সঙ্গে সঙ্গে ইঙ্গিতটা বুঝে ফেলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেন, সালমান আসলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই খোঁচা দিয়েছেন। কারণ, সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প বারবার দাবি করেছেন, তিনি আন্তর্জাতিক দ্বন্দ্ব মেটাচ্ছেন— কখনও ভারত–পাকিস্তান, কখনও বা ইসরায়েল–ফিলিস্তিন ইস্যুতে। অথচ সংশ্লিষ্ট পক্ষেরা তার এসব দাবি নাকচ করেছে। তবুও ট্রাম্পের সমর্থকেরা তার জন্য নোবেল শান্তি পুরস্কারের দাবি তুলেছেন। সালমানের এক লাইনের মন্তব্যেই যেন পুরো বিতর্ক উঠে এসেছে।

    নতুন এপিসোডটি সম্প্রচারের পর মুহূর্তেই ভাইরাল হয় সেই ক্লিপ। টুইটার থেকে রেডিট— সর্বত্র ছড়িয়ে পড়ে ভিডিওটি। এক নেটিজেন মজা করে লিখেছেন, “সালমান আসলেই নিউজ দেখে নাকি!” আরেকজন বলেন, “ভাইজানের এই লাইনটা একেবারে অসাধারণ।” এমনকি কেউ কেউ ঠাট্টা করে লিখেছেন, “এবার দেখি ট্রাম্প কী জবাব দেন!”

    শো শুরু থেকেই ‘বিগ বস ১৯’ রেকর্ড ভিউয়ারশিপ ধরে রেখেছে। আর সপ্তাহান্তে সালমানের উপস্থিতি তো দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ। প্রতিযোগীদের ব্যক্তিগত লড়াই, অভ্যন্তরীণ নাটক আর সঞ্চালকের সরাসরি মন্তব্য মিলিয়ে দর্শকের চোখ সরানোর উপায় নেই।

    সম্প্রতি আলোচনায় এসেছেন সংগীত পরিচালক ও গায়ক আমাল মালিকও। শোতে তার অলস আচরণ নিয়ে সরাসরি কটাক্ষ করেছেন সালমান। এক প্রোমোতে তাকে বলতে শোনা যায়, “শো-এর বাইরে আপনার যে ইমেজ ছিল, সেটি এখন আরও খারাপ হতে চলেছে।” নিয়ম ভেঙে দিনের বেলা ঘুমিয়ে পড়ার কারণে দর্শক ও নির্মাতাদের বিরক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন আমাল।

    অন্যদিকে বড় পর্দায়ও সমান সক্রিয় সালমান খান। বিগ বসের শুটিংয়ের ফাঁকেই তিনি কাজ করছেন নতুন ছবি ব্যাটল অফ গালওয়ান-এ। পরিচালক অপূর্ব লাখিয়ার এই যুদ্ধভিত্তিক ছবির শ্যুটিং চলছে লাদাখে। কাহিনিতে তুলে ধরা হচ্ছে ভারত–চীন সেনাদের মধ্যে গালওয়ান উপত্যকার সংঘর্ষের গল্প।

    সব মিলিয়ে একদিকে রিয়েলিটি শোর মঞ্চে রাজনৈতিক খোঁচা, অন্যদিকে বড়পর্দায় বাস্তব যুদ্ধের কাহিনি— দুই জগতেই সালমান খানের উপস্থিতি যেন সমান ঝড় তুলছে।

    নিউজটি শেয়ার করুন

    তিনি ঝামেলা পাকাচ্ছেন, আবার শান্তিতে নোবেল ও চাইছেন-সালমান খান

    আপডেট সময় ০৫:৪৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

    রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মঞ্চ সাধারণত প্রতিযোগীদের লড়াই, নাটকীয়তা আর সালমান খানের ঝটপট মন্তব্যে সরগরম থাকে। তবে শনিবার রাতের ‘বিগ বস ১৯’-এর পর্বে যেন এক ভিন্ন দৃশ্যের সাক্ষী হলো দর্শক। প্রতিযোগী ফারহান ভাটকে ভর্ৎসনা করতে গিয়েই সালমান খান এমন এক মন্তব্য করে বসলেন, যা মুহূর্তেই আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে মিল খুঁজে পেল নেটিজেনরা।

    ভাইজান বলেন, “যে সবচেয়ে বেশি ঝামেলা পাকাচ্ছে, সে নিজেই আবার শান্তিতে পুরস্কার (নোবেল) চাইছে!” যদিও কোনো নাম নেননি তিনি, তবে দর্শকরা সঙ্গে সঙ্গে ইঙ্গিতটা বুঝে ফেলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেন, সালমান আসলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই খোঁচা দিয়েছেন। কারণ, সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প বারবার দাবি করেছেন, তিনি আন্তর্জাতিক দ্বন্দ্ব মেটাচ্ছেন— কখনও ভারত–পাকিস্তান, কখনও বা ইসরায়েল–ফিলিস্তিন ইস্যুতে। অথচ সংশ্লিষ্ট পক্ষেরা তার এসব দাবি নাকচ করেছে। তবুও ট্রাম্পের সমর্থকেরা তার জন্য নোবেল শান্তি পুরস্কারের দাবি তুলেছেন। সালমানের এক লাইনের মন্তব্যেই যেন পুরো বিতর্ক উঠে এসেছে।

    নতুন এপিসোডটি সম্প্রচারের পর মুহূর্তেই ভাইরাল হয় সেই ক্লিপ। টুইটার থেকে রেডিট— সর্বত্র ছড়িয়ে পড়ে ভিডিওটি। এক নেটিজেন মজা করে লিখেছেন, “সালমান আসলেই নিউজ দেখে নাকি!” আরেকজন বলেন, “ভাইজানের এই লাইনটা একেবারে অসাধারণ।” এমনকি কেউ কেউ ঠাট্টা করে লিখেছেন, “এবার দেখি ট্রাম্প কী জবাব দেন!”

    শো শুরু থেকেই ‘বিগ বস ১৯’ রেকর্ড ভিউয়ারশিপ ধরে রেখেছে। আর সপ্তাহান্তে সালমানের উপস্থিতি তো দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ। প্রতিযোগীদের ব্যক্তিগত লড়াই, অভ্যন্তরীণ নাটক আর সঞ্চালকের সরাসরি মন্তব্য মিলিয়ে দর্শকের চোখ সরানোর উপায় নেই।

    সম্প্রতি আলোচনায় এসেছেন সংগীত পরিচালক ও গায়ক আমাল মালিকও। শোতে তার অলস আচরণ নিয়ে সরাসরি কটাক্ষ করেছেন সালমান। এক প্রোমোতে তাকে বলতে শোনা যায়, “শো-এর বাইরে আপনার যে ইমেজ ছিল, সেটি এখন আরও খারাপ হতে চলেছে।” নিয়ম ভেঙে দিনের বেলা ঘুমিয়ে পড়ার কারণে দর্শক ও নির্মাতাদের বিরক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন আমাল।

    অন্যদিকে বড় পর্দায়ও সমান সক্রিয় সালমান খান। বিগ বসের শুটিংয়ের ফাঁকেই তিনি কাজ করছেন নতুন ছবি ব্যাটল অফ গালওয়ান-এ। পরিচালক অপূর্ব লাখিয়ার এই যুদ্ধভিত্তিক ছবির শ্যুটিং চলছে লাদাখে। কাহিনিতে তুলে ধরা হচ্ছে ভারত–চীন সেনাদের মধ্যে গালওয়ান উপত্যকার সংঘর্ষের গল্প।

    সব মিলিয়ে একদিকে রিয়েলিটি শোর মঞ্চে রাজনৈতিক খোঁচা, অন্যদিকে বড়পর্দায় বাস্তব যুদ্ধের কাহিনি— দুই জগতেই সালমান খানের উপস্থিতি যেন সমান ঝড় তুলছে।