ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

    সিরাজের ঝলকে রোমাঞ্চকর জয়, ওভাল টেস্ট জিতে সিরিজ ড্র করল ভারত

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৭:৩৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
    • / ২৬২ বার পড়া হয়েছে

    ওভালে জমজমাট শেষ দিনে নাটকীয় এক জয় তুলে নিল ভারত। মাত্র ৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করল সফরকারীরা।

    লন্ডনের দ্য ওভালে চতুর্থ দিন শেষ হয়েছিল উত্তেজনার তুঙ্গে। ইংল্যান্ড তখন জয় থেকে মাত্র ৩৫ রান দূরে, হাতে ৪ উইকেট। জেমি স্মিথ ও জেমি ওভারটন ছিলেন অপরাজিত। ব্যাটিংবান্ধব পিচ আর স্বাগতিক দর্শকদের সমর্থন—সবই ছিল ইংল্যান্ডের পক্ষে। কিন্তু শেষ হাসি হাসল ভারতই।

    ম্যাচের পঞ্চম দিনে শুরু থেকেই ভারত আক্রমণাত্মক বোলিংয়ে চাপ তৈরি করে। মোহাম্মদ সিরাজ দ্বিতীয় ইনিংসে নিজের সেরা পারফরম্যান্স উপহার দিয়ে নেন ৫ উইকেট, যার মধ্যে শেষ দিনের তিনটি। তার সঙ্গে যোগ দেন প্রসিধ কৃষ্ণ, যিনি নেন ৪ উইকেট। শেষ দিনের প্রথম ধাক্কা দেন সিরাজ, জেমি স্মিথকে আউট করে। এরপরই লেগ বিফোরের ফাঁদে ফেলেন ওভারটনকে। ইনিংসের পরবর্তী ধসে ৮৬তম ওভারে সিরাজ বোল্ড করেন ১৭ রান করা গাস অ্যাটকিনসনকে, নিশ্চিত হয় ভারতের জয়।

    চোট পেয়েও এক হাতে ব্যাটিংয়ে নামেন ক্রিস ওকস, গ্যালারি থেকে উঠে দাঁড়িয়ে হাততালি দেন দর্শকরা, কিন্তু তার সাহসিকতাও শেষ রক্ষা করতে পারেনি ইংল্যান্ডকে। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৩৬৭ রানেই গুটিয়ে যায়। দলের হয়ে হ্যারি ব্রুক ১১১ ও জো রুট ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেললেও ম্যাচ জয়ের জন্য তা যথেষ্ট হয়নি।

    এর আগে প্রথম ইনিংসে ভারত ২২৪ রানে অলআউট হলেও দ্বিতীয় ইনিংসে যশস্বী যয়সওয়ালের সেঞ্চুরিতে ৩৯৬ রান তুলে ইংল্যান্ডকে দেয় ৩৭৪ রানের বিশাল লক্ষ্য। লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল, কিন্তু ভারতের পেসারদের দৃঢ়তা ও কৌশলী বোলিং সব পরিকল্পনায় জল ঢেলে দেয়।

    এই জয় শুধু একটি ম্যাচ জয়ের গল্প নয়, বরং হারতে বসা ম্যাচে ফিরে আসার সাহসিকতার উদাহরণ। সিরিজ ২-২ এ শেষ হওয়ায় উভয় দলের জন্যই এটি একটি সম্মানজনক সমাপ্তি, কিন্তু ওভালের মঞ্চে শেষ শব্দটা বলেছিল ভারত।

    সংক্ষিপ্ত স্কোর:
    ভারত: প্রথম ইনিংস ২২৪ ও দ্বিতীয় ইনিংস ৩৯৬/১০- ৮৮ ওভার (জয়সওয়াল ১১৮, আকাশ ৬৬, জাদেজা ৫৩; টাং ৫/১২৫)
    ইংল্যান্ড: প্রথম ইনিংস: ২৪৭ ও ৩৬৭/১০- ৮৫.১ ওভার (ব্রুক ১১১. রুট ১০৫, ডাকেট ৫৪; সিরাজ ৫/১০৪)
    ফল: ভারত ৬ রানে জয়ী
    সিরিজ: ইংল্যান্ড-ভারত ২-২ সমতা

    নিউজটি শেয়ার করুন

    সিরাজের ঝলকে রোমাঞ্চকর জয়, ওভাল টেস্ট জিতে সিরিজ ড্র করল ভারত

    আপডেট সময় ০৭:৩৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

    ওভালে জমজমাট শেষ দিনে নাটকীয় এক জয় তুলে নিল ভারত। মাত্র ৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করল সফরকারীরা।

    লন্ডনের দ্য ওভালে চতুর্থ দিন শেষ হয়েছিল উত্তেজনার তুঙ্গে। ইংল্যান্ড তখন জয় থেকে মাত্র ৩৫ রান দূরে, হাতে ৪ উইকেট। জেমি স্মিথ ও জেমি ওভারটন ছিলেন অপরাজিত। ব্যাটিংবান্ধব পিচ আর স্বাগতিক দর্শকদের সমর্থন—সবই ছিল ইংল্যান্ডের পক্ষে। কিন্তু শেষ হাসি হাসল ভারতই।

    ম্যাচের পঞ্চম দিনে শুরু থেকেই ভারত আক্রমণাত্মক বোলিংয়ে চাপ তৈরি করে। মোহাম্মদ সিরাজ দ্বিতীয় ইনিংসে নিজের সেরা পারফরম্যান্স উপহার দিয়ে নেন ৫ উইকেট, যার মধ্যে শেষ দিনের তিনটি। তার সঙ্গে যোগ দেন প্রসিধ কৃষ্ণ, যিনি নেন ৪ উইকেট। শেষ দিনের প্রথম ধাক্কা দেন সিরাজ, জেমি স্মিথকে আউট করে। এরপরই লেগ বিফোরের ফাঁদে ফেলেন ওভারটনকে। ইনিংসের পরবর্তী ধসে ৮৬তম ওভারে সিরাজ বোল্ড করেন ১৭ রান করা গাস অ্যাটকিনসনকে, নিশ্চিত হয় ভারতের জয়।

    চোট পেয়েও এক হাতে ব্যাটিংয়ে নামেন ক্রিস ওকস, গ্যালারি থেকে উঠে দাঁড়িয়ে হাততালি দেন দর্শকরা, কিন্তু তার সাহসিকতাও শেষ রক্ষা করতে পারেনি ইংল্যান্ডকে। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৩৬৭ রানেই গুটিয়ে যায়। দলের হয়ে হ্যারি ব্রুক ১১১ ও জো রুট ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেললেও ম্যাচ জয়ের জন্য তা যথেষ্ট হয়নি।

    এর আগে প্রথম ইনিংসে ভারত ২২৪ রানে অলআউট হলেও দ্বিতীয় ইনিংসে যশস্বী যয়সওয়ালের সেঞ্চুরিতে ৩৯৬ রান তুলে ইংল্যান্ডকে দেয় ৩৭৪ রানের বিশাল লক্ষ্য। লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল, কিন্তু ভারতের পেসারদের দৃঢ়তা ও কৌশলী বোলিং সব পরিকল্পনায় জল ঢেলে দেয়।

    এই জয় শুধু একটি ম্যাচ জয়ের গল্প নয়, বরং হারতে বসা ম্যাচে ফিরে আসার সাহসিকতার উদাহরণ। সিরিজ ২-২ এ শেষ হওয়ায় উভয় দলের জন্যই এটি একটি সম্মানজনক সমাপ্তি, কিন্তু ওভালের মঞ্চে শেষ শব্দটা বলেছিল ভারত।

    সংক্ষিপ্ত স্কোর:
    ভারত: প্রথম ইনিংস ২২৪ ও দ্বিতীয় ইনিংস ৩৯৬/১০- ৮৮ ওভার (জয়সওয়াল ১১৮, আকাশ ৬৬, জাদেজা ৫৩; টাং ৫/১২৫)
    ইংল্যান্ড: প্রথম ইনিংস: ২৪৭ ও ৩৬৭/১০- ৮৫.১ ওভার (ব্রুক ১১১. রুট ১০৫, ডাকেট ৫৪; সিরাজ ৫/১০৪)
    ফল: ভারত ৬ রানে জয়ী
    সিরিজ: ইংল্যান্ড-ভারত ২-২ সমতা