সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্র থেকে পাথর লুট-ক্ষোভ প্রকাশ রুবেল হোসেনের

- আপডেট সময় ০৬:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
গত বছরের ৫ আগস্টের পর থেকে সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর থেকে বিরামহীনভাবে পাথর লুট চলছে। একসময় ভ্রমণপিপাসু মানুষের পছন্দের শীর্ষে থাকা এই স্থানটি বর্তমানে লুটেরাদের তাণ্ডবে ক্ষতবিক্ষত হয়ে পড়েছে।
এই লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এক সংক্ষিপ্ত পোস্টে তিনি এই লুটপাট বন্ধ করে প্রকৃতি রক্ষার আহ্বান জানান। রুবেল তার পোস্টে লিখেছেন, “সিলেটের সাদাপাথর নেই তো হারাবে সিলেটের সৌন্দর্যের গল্প। সাদা পাথর লুটেরাদের থামাও—প্রকৃতি লুট নয়, প্রকৃতি রক্ষা করুন।”
সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ‘সাদাপাথর’ লুটের কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। এর ধারাবাহিকতায় রুবেল হোসেনের এই প্রতিক্রিয়া আসে। গত ৫ আগস্ট সরকার পতনের পর প্রশাসনিক দুর্বলতার সুযোগে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় শুরু হয় পাথর উত্তোলনের মহোৎসব। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়ে এই লুটপাট চলছে।
পরিবেশবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এভাবে চলতে থাকলে দেশের অন্যতম আকর্ষণীয় এই পর্যটন স্থানটি মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে। এতে সেখানকার পরিবেশ ও জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতিসাধন হবে।