সৌদি আরবে পার্কের রাইড ভেঙে পড়ে আহত ২৩, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

- আপডেট সময় ১০:৩৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জনপ্রিয় পার্বত্য পর্যটন নগরী তাইফে একটি বিনোদন পার্কে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২৩ জন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় আল হাদা জেলায় পার্কটির একটি রাইড চলন্ত অবস্থায় হঠাৎ ভেঙে পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
দেশটির সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে কয়েকজন তরুণী রয়েছেন এবং তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। রাইডটিতে অনেক দর্শনার্থী ছিলেন, এবং প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে এটি আচমকা ভেঙে পড়ায় পার্কজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চলন্ত রাইড থেকে অনেক মানুষ ওপর থেকে নিচে পড়ে যান। চারপাশে থাকা লোকজন ভয়ে চিৎকার শুরু করেন, পুরো এলাকায় সৃষ্টি হয় হইচই।
ঘটনার পরপরই জরুরি সেবা সংস্থার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার অভিযান শুরু করেন। সৌদি সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের প্যারামেডিক দল আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহতদের রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে।
এই দুর্ঘটনার পর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পার্কটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তাইফের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, রাইড দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। স্থানীয় পৌর কর্তৃপক্ষ, জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি এবং নিরাপত্তা সংস্থাগুলো যৌথভাবে তদন্ত চালাচ্ছে।
দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় রাইডটি চলন্ত অবস্থায় হঠাৎ ভেঙে পড়ে এবং আতঙ্কিত জনতার আর্তচিৎকার শোনা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশটির নাগরিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সৌদি আরবে গত কয়েক বছরে বিনোদন ও পর্যটন খাতে ব্যাপক বিনিয়োগ করা হয়েছে। তেলনির্ভরতা থেকে সরে এসে অর্থনীতিকে বহুমুখীকরণের লক্ষ্যে সরকার বিলিয়ন ডলারের নানা প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে রিয়াদের কাছে নির্মাণাধীন ‘কিদ্দিয়া’ নামের গিগা-প্রকল্পটি উল্লেখযোগ্য, যেখানে তৈরি হচ্ছে থিম পার্ক ও মোটরস্পোর্টস রেসট্র্যাক। এই প্রেক্ষাপটে তাইফের দুর্ঘটনা বিনোদন নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।