স্বাস্থ্য উপদেষ্টাকে বেতন-ভাতা ফিরিয়ে দিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে-হাসনাত আব্দুল্লাহ

- আপডেট সময় ০৪:৫৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / ২৫৯ বার পড়া হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার অভিযোগ, ব্যর্থতার দায় এবং স্বজনপ্রীতির প্রতীক হয়ে উঠেছেন এই উপদেষ্টা। বুধবার (২৩ জুলাই) চাঁদপুর বাসস্ট্যান্ডে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, “স্বাস্থ্য উপদেষ্টাকে বেতন-ভাতা ফিরিয়ে দিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ড. মুহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় স্বজনপ্রীতির উদাহরণ হচ্ছেন এই স্বাস্থ্য উপদেষ্টা। তিনি সরকারের কোনো কাজে লাগছেন না, স্বাস্থ্যব্যবস্থা বোঝেন না, চিকিৎসা বোঝেন না। তার একমাত্র যোগ্যতা তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ড. ইউনূসের ঘনিষ্ঠ। এমন একজন উপদেষ্টার দরকার নেই। তিনি সরকারি গাড়িতে ঘুরে বেড়ান, অথচ জনগণের জন্য কিছুই করেন না। এটা জনগণের সঙ্গে প্রতারণা।”
তিনি আরও বলেন, “দেশে আজ আকাশ থেকে বিমান ভেঙে পড়ে, ভবন ধসে পড়ে—এই বাংলাদেশ আমরা চাই না। শেখ হাসিনার আমলে যে বিমানগুলো কেনা হয়েছে, তার পেছনে দুর্নীতি ছিল। হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। সেই দুর্নীতির সঠিক তদন্ত চাই। আমরা চাই, বিমানবাহিনীর ভাইদের যেন নিরাপদ যন্ত্রপাতি দিয়ে সুরক্ষা দেওয়া হয়।”
হাসনাত তার বক্তব্যে আরও বলেন, “আজ যখন জাতি শোকাচ্ছন্ন, তখন আওয়ামী লীগ আবারও পুরনো ফ্যাসিবাদী রূপে ফিরে আসার চেষ্টা করছে। আমরা এই শোককে শক্তিতে রূপান্তর করে তা প্রতিহত করবো। দল-মত নির্বিশেষে সকলকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।”
পথসভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলমও। তিনি বলেন, “জুলাই শহীদদের মায়েরা আজ চোখের পানি শুকিয়ে ফেলেছেন। বারবার শোক নিয়ে বাঁচছেন তারা, কিন্তু এখনও কোনো দৃশ্যমান বিচার হয়নি। এই ঘটনার জন্য দায়ী খুনি হাসিনাসহ জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে।”
দিনভর কর্মসূচির অংশ হিসেবে এনসিপির নেতারা চাঁদপুর সার্কিট হাউজে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। সেখানে স্বজনহারানোদের কান্না ও আক্ষেপে পরিবেশ ভারী হয়ে ওঠে। নেতারা তাদের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতের প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।
পরে উত্তরার বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে চাঁদপুর সার্কিট হাউজ থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত একটি শোকর্যালি বের করে এনসিপি। সেখান থেকে শুরু হয় দলটির পদযাত্রা। পথসভা শেষে তারা হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন করেন এবং সবশেষে শাহরাস্তির দোয়াভাঙ্গা এলাকায় পদযাত্রা শেষে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন।