ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

    হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ আফগানিস্তানকে

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৫:৪০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
    • / ২৭৭ বার পড়া হয়েছে

    শারজাহে সাইফ হাসানের আগুনে ইনিংসে টাইগারদের দুর্দান্ত জয়

    তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ।

    রোববার (৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ম্যাচে আফগানিস্তানকে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতে নিল টাইগাররা।

    আফগানিস্তানের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিছুটা চাপের মুখে পড়লেও শেষ পর্যন্ত সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ১৮ ওভারের আগেই জয় তুলে নেয় বাংলাদেশ।

    সাইফের ঝড়, বাংলাদেশের সহজ জয়

    ওপেনার পারভেজ হোসেন ১৪ রানে আউট হলেও অপরপ্রান্তে আক্রমণাত্মক ছিলেন তানজিদ হাসান ও সাইফ হাসান।

    পাওয়ারপ্লেতে সাইফের টানা ছক্কায় ম্যাচের গতি বাড়ে।

    তানজিদ ৩৩ রানে ফিরে গেলেও জাকের আলী ও সাইফ মিলে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান।

    ইনিংসের শেষদিকে সাইফ হাসান তুলে নেন তার আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক।

    আহমেদজাইয়ের ওভারে একাই নেন ১৫ রান, যার একটি বিশাল ছক্কা গ্যালারির ছাদে গিয়ে পড়ে।

    সেই ছক্কাই তাকে নিয়ে যায় ৫০ রানের মাইলফলকে।

    শেষদিকে নুরুল হাসানের ছক্কায় সহজ জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

    বল হাতে সাইফউদ্দিনদের নিয়ন্ত্রণ

    এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২০ ওভারে তোলে ১৪৩ রান।

    দলের হয়ে দারউইশ রাসুলি করেন ৩২, সেদিকউল্লাহ আতাল ২৮ এবং মুজিব উর রেহমান অপরাজিত ২৩ রান।

    বাংলাদেশের বোলারদের মধ্যে মোহাম্মদ সাইফউদ্দিন দারুণ বোলিং করে নেন ৩ উইকেট, আর নাসুম আহমেদ ও তানজিম হাসান শাকিব নেন ২টি করে উইকেট।

    প্রতিশোধের মধুর মুহূর্ত

    এই জয়ে বাংলাদেশ তুলে নিল ২০১৮ সালের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে পাওয়া ৩–০ ব্যবধানের ধবলধোলাইয়ের প্রতিশোধ।

    সেবার পূর্ণশক্তির আফগান দল বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল।

    এরপর ২০২৩ সালে রশিদ খানদের ২–০ তে হারানো গেলেও, তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের শোধ তুলতে পারেনি বাংলাদেশ।

    অবশেষে সেই অধরা শোধটাই আজ তুলল টাইগাররা—দারুণ পারফরম্যান্সে, আত্মবিশ্বাসে এবং ঐতিহাসিক পরিসমাপ্তিতে।

    নিউজটি শেয়ার করুন

    হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ আফগানিস্তানকে

    আপডেট সময় ০৫:৪০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

    শারজাহে সাইফ হাসানের আগুনে ইনিংসে টাইগারদের দুর্দান্ত জয়

    তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ।

    রোববার (৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ম্যাচে আফগানিস্তানকে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতে নিল টাইগাররা।

    আফগানিস্তানের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিছুটা চাপের মুখে পড়লেও শেষ পর্যন্ত সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ১৮ ওভারের আগেই জয় তুলে নেয় বাংলাদেশ।

    সাইফের ঝড়, বাংলাদেশের সহজ জয়

    ওপেনার পারভেজ হোসেন ১৪ রানে আউট হলেও অপরপ্রান্তে আক্রমণাত্মক ছিলেন তানজিদ হাসান ও সাইফ হাসান।

    পাওয়ারপ্লেতে সাইফের টানা ছক্কায় ম্যাচের গতি বাড়ে।

    তানজিদ ৩৩ রানে ফিরে গেলেও জাকের আলী ও সাইফ মিলে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান।

    ইনিংসের শেষদিকে সাইফ হাসান তুলে নেন তার আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক।

    আহমেদজাইয়ের ওভারে একাই নেন ১৫ রান, যার একটি বিশাল ছক্কা গ্যালারির ছাদে গিয়ে পড়ে।

    সেই ছক্কাই তাকে নিয়ে যায় ৫০ রানের মাইলফলকে।

    শেষদিকে নুরুল হাসানের ছক্কায় সহজ জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

    বল হাতে সাইফউদ্দিনদের নিয়ন্ত্রণ

    এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২০ ওভারে তোলে ১৪৩ রান।

    দলের হয়ে দারউইশ রাসুলি করেন ৩২, সেদিকউল্লাহ আতাল ২৮ এবং মুজিব উর রেহমান অপরাজিত ২৩ রান।

    বাংলাদেশের বোলারদের মধ্যে মোহাম্মদ সাইফউদ্দিন দারুণ বোলিং করে নেন ৩ উইকেট, আর নাসুম আহমেদ ও তানজিম হাসান শাকিব নেন ২টি করে উইকেট।

    প্রতিশোধের মধুর মুহূর্ত

    এই জয়ে বাংলাদেশ তুলে নিল ২০১৮ সালের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে পাওয়া ৩–০ ব্যবধানের ধবলধোলাইয়ের প্রতিশোধ।

    সেবার পূর্ণশক্তির আফগান দল বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল।

    এরপর ২০২৩ সালে রশিদ খানদের ২–০ তে হারানো গেলেও, তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের শোধ তুলতে পারেনি বাংলাদেশ।

    অবশেষে সেই অধরা শোধটাই আজ তুলল টাইগাররা—দারুণ পারফরম্যান্সে, আত্মবিশ্বাসে এবং ঐতিহাসিক পরিসমাপ্তিতে।