৪৩ হাজার পৃষ্ঠার আবেদন দিয়েও ইসির প্রাথমিক বাছাইয়ে `ফেল` (এনসিপি)

- আপডেট সময় ০৫:৫৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ২৬২ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার আবেদন জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি ট্রাকভর্তি নথিপত্র ইসিতে জমা দিয়েছিল, তবুও নিবন্ধনের প্রাথমিক ধাপে বাদ পড়ে গেছে বলে নিশ্চিত করেছে কমিশন।
মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ গণমাধ্যমকে বলেন, এনসিপিসহ যেসব দল প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়নি, তাদের ১৫ দিনের সময় দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে। প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি পাঠানো হয়েছে এবং দ্বিতীয় ধাপে আরও দলকে এ ধরনের চিঠি পাঠানো হবে।
নাসির উদ্দিন পাটোয়ারীর নেতৃত্বাধীন এনসিপি জানায়, তারা নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব ধরনের নথি প্রস্তুত করে ট্রাকে করে নির্বাচন কমিশনে জমা দেয়। আবেদনের সঙ্গে জমা দেওয়া হয়েছিল কেন্দ্রীয় কমিটি, জেলা-উপজেলা কমিটি, সদস্যদের ভোটার সমর্থনের তালিকা, গঠনতন্ত্র, দলীয় ইশতেহার, পতাকা, লোগো, ব্যাংক হিসাবসহ বিভিন্ন তথ্য।
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হলে নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে রয়েছে একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, অন্তত এক-তৃতীয়াংশ জেলায় কার্যকর কমিটি, ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন থানায় ২০০ জন ভোটারের সমর্থনের লিখিত প্রমাণ এবং প্রয়োজনীয় সাংগঠনিক কাগজপত্র জমা দেওয়া।
আবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন দলগুলোর প্রাথমিক যাচাই শুরু করে। এরপর মাঠপর্যায়ে তদন্ত, দাবি-আপত্তি ও শুনানির প্রক্রিয়া শেষে যোগ্য দলকে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়। নিবন্ধন ছাড়া কোনো দল নিজস্ব প্রতীক ব্যবহার করে জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে না।
বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। ২০০৮ সাল থেকে দলীয় নিবন্ধন বাধ্যতামূলক হওয়ায় নতুন দলগুলোকে কঠিন যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এনসিপির মতো অনেক দল বিস্তৃত কাগজপত্র জমা দিলেও নির্বাচনী শর্ত পূরণে ঘাটতি থাকায় ইসির প্রাথমিক পর্যায়ে বাদ পড়ে যাচ্ছে। কমিশনের কর্মকর্তারা বলছেন, নির্ধারিত সময়সীমার মধ্যে সংশোধিত কাগজপত্র না দিলে এসব আবেদন বাতিল হয়ে যাবে।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইসির চিঠি পাওয়ার পর দ্রুত ঘাটতি পূরণ করে নিবন্ধনের প্রক্রিয়ায় টিকে থাকতে সবরকম চেষ্টা করবে।