ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

    ৪৫ প্রধান শিক্ষক পাচ্ছেন দশম গ্রেড, ব্যয় বাড়বে ২৪ লাখ টাকা

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৬:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
    • / ২৫৬ বার পড়া হয়েছে

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে উন্নীত করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে ২৩ লাখ ৬৯ হাজার ১৪০ টাকা।

    সোমবার (৮ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা সুলতানার সই করা একটি চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়। এতে বলা হয়, ২৪ এপ্রিল ২০২৫ তারিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় (সিভিল পিটিশন অব লিভ টু আপিল নং-৩৫৬৪/২০১৯ এবং সিভিল রিভিউ পিটিশন নং-১২৪/২০২২) অনুসরণ করে এই শিক্ষকদের বেতন গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে।

    মন্ত্রণালয়ের চিঠিতে আরও উল্লেখ করা হয়, রায় বাস্তবায়নের জন্য ৮ মে ২০২৫ তারিখে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছিল। অর্থ মন্ত্রণালয় সম্মতি জানিয়ে জানিয়েছে, ২০১৮ সালে প্রধান শিক্ষক পদে কর্মরত ৪৫ জন শিক্ষক উচ্চ গ্রেডের দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদন (নং-৩২১৪/২০১৮) করেন। রিটের রায়ে আবেদনকারীদের পক্ষে সিদ্ধান্ত এলে সরকার আপিল করে। আপিল এবং পরবর্তী রিভিউ আবেদন খারিজ হওয়ার পর আপিল বিভাগের চূড়ান্ত রায় অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়।

    রায়ে বলা হয়েছে, রিট আবেদনকারীরা ৪, ৮ ও ১২ বছরের সেবা শেষে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পাবেন না। তবে ভবিষ্যতে এ সুবিধা চালু হলে, তারাও তা পাওয়ার যোগ্য হবেন। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ১২তম গ্রেডে থাকা একজন প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে উন্নীত করতে খরচ হবে ৮৯ হাজার ১৮০ টাকা। আর ১১তম গ্রেডে থাকা ৩৪ জনের জন্য প্রয়োজন হবে ২২ লাখ ৭৯ হাজার ৯৬০ টাকা। বাকিদের মধ্যে যারা ৮ম গ্রেডে রয়েছেন, তারা আপাতত আর্থিক কোনো সুবিধা পাচ্ছেন না।

    তবে ভবিষ্যতে তাদেরও উচ্চ গ্রেড নির্ধারিত হলে সংশ্লিষ্ট বকেয়া ও নিয়মিত বেতনের জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে। এই সিদ্ধান্ত শুধুমাত্র হাইকোর্টের রিট নম্বর ৩২১৪/২০১৮ এর আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে বলে চিঠিতে স্পষ্ট করা হয়েছে।

    নিউজটি শেয়ার করুন

    ৪৫ প্রধান শিক্ষক পাচ্ছেন দশম গ্রেড, ব্যয় বাড়বে ২৪ লাখ টাকা

    আপডেট সময় ০৬:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে উন্নীত করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে ২৩ লাখ ৬৯ হাজার ১৪০ টাকা।

    সোমবার (৮ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা সুলতানার সই করা একটি চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়। এতে বলা হয়, ২৪ এপ্রিল ২০২৫ তারিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় (সিভিল পিটিশন অব লিভ টু আপিল নং-৩৫৬৪/২০১৯ এবং সিভিল রিভিউ পিটিশন নং-১২৪/২০২২) অনুসরণ করে এই শিক্ষকদের বেতন গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে।

    মন্ত্রণালয়ের চিঠিতে আরও উল্লেখ করা হয়, রায় বাস্তবায়নের জন্য ৮ মে ২০২৫ তারিখে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছিল। অর্থ মন্ত্রণালয় সম্মতি জানিয়ে জানিয়েছে, ২০১৮ সালে প্রধান শিক্ষক পদে কর্মরত ৪৫ জন শিক্ষক উচ্চ গ্রেডের দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদন (নং-৩২১৪/২০১৮) করেন। রিটের রায়ে আবেদনকারীদের পক্ষে সিদ্ধান্ত এলে সরকার আপিল করে। আপিল এবং পরবর্তী রিভিউ আবেদন খারিজ হওয়ার পর আপিল বিভাগের চূড়ান্ত রায় অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়।

    রায়ে বলা হয়েছে, রিট আবেদনকারীরা ৪, ৮ ও ১২ বছরের সেবা শেষে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পাবেন না। তবে ভবিষ্যতে এ সুবিধা চালু হলে, তারাও তা পাওয়ার যোগ্য হবেন। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ১২তম গ্রেডে থাকা একজন প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে উন্নীত করতে খরচ হবে ৮৯ হাজার ১৮০ টাকা। আর ১১তম গ্রেডে থাকা ৩৪ জনের জন্য প্রয়োজন হবে ২২ লাখ ৭৯ হাজার ৯৬০ টাকা। বাকিদের মধ্যে যারা ৮ম গ্রেডে রয়েছেন, তারা আপাতত আর্থিক কোনো সুবিধা পাচ্ছেন না।

    তবে ভবিষ্যতে তাদেরও উচ্চ গ্রেড নির্ধারিত হলে সংশ্লিষ্ট বকেয়া ও নিয়মিত বেতনের জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে। এই সিদ্ধান্ত শুধুমাত্র হাইকোর্টের রিট নম্বর ৩২১৪/২০১৮ এর আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে বলে চিঠিতে স্পষ্ট করা হয়েছে।