ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

    ৫ আগস্ট নিয়ে আতঙ্কের কারণ নেই, নিরাপত্তা নিশ্চিতে সতর্ক সরকার-স্বরাষ্ট্র উপদেষ্টা

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৪:২৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
    • / ২৬৪ বার পড়া হয়েছে

    ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের আতঙ্কের কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সরকার এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে এবং মহান আল্লাহর রহমতে সবার সহযোগিতায় সব অনুষ্ঠান ও কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

    আজ সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারকে সবসময়ই সতর্ক থাকতে হয়।

    এজন্য বিভিন্ন সময় সভা-সমাবেশ আয়োজন করা হয় এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়। তিনি জানান, সারা দেশে বিশেষ অভিযান চালানো হচ্ছে এবং নির্বাচনের আগপর্যন্ত এ অভিযান চলবে। এখনো যেসব অস্ত্র উদ্ধার হয়নি, সেগুলো খুঁজে পেতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

    রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর অপরাধ বাড়ছে জানিয়ে তিনি বলেন, এসব অপরাধ দমন করতে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। মব সহিংসতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের সহিংসতা আগের তুলনায় কমেছে এবং ধীরে ধীরে আরও কমে আসবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হচ্ছে না।

    ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    নিউজটি শেয়ার করুন

    ৫ আগস্ট নিয়ে আতঙ্কের কারণ নেই, নিরাপত্তা নিশ্চিতে সতর্ক সরকার-স্বরাষ্ট্র উপদেষ্টা

    আপডেট সময় ০৪:২৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

    ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের আতঙ্কের কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সরকার এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে এবং মহান আল্লাহর রহমতে সবার সহযোগিতায় সব অনুষ্ঠান ও কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

    আজ সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারকে সবসময়ই সতর্ক থাকতে হয়।

    এজন্য বিভিন্ন সময় সভা-সমাবেশ আয়োজন করা হয় এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়। তিনি জানান, সারা দেশে বিশেষ অভিযান চালানো হচ্ছে এবং নির্বাচনের আগপর্যন্ত এ অভিযান চলবে। এখনো যেসব অস্ত্র উদ্ধার হয়নি, সেগুলো খুঁজে পেতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

    রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর অপরাধ বাড়ছে জানিয়ে তিনি বলেন, এসব অপরাধ দমন করতে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। মব সহিংসতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের সহিংসতা আগের তুলনায় কমেছে এবং ধীরে ধীরে আরও কমে আসবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হচ্ছে না।

    ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।