৬ আগস্ট দেশব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি-রিজভী

- আপডেট সময় ০৮:১৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / ২৫২ বার পড়া হয়েছে
গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের। সেই ঐতিহাসিক ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউতে পালিত হয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’। একইসঙ্গে এ উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৫ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল বুধবার (৬ আগস্ট) সারাদেশে ‘বিজয় র্যালি’ করবে বিএনপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের গণ-আন্দোলনের ধারাবাহিকতায় ফ্যাসিস্ট আওয়ামী শাসনের পতন ঘটে ৫ আগস্ট। সেই ঐতিহাসিক ছাত্র-জনতার বিজয়ের দিনটিকে স্মরণ করে ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে একযোগে বিজয় র্যালি আয়োজন করা হবে।
রাজধানীতে কেন্দ্রীয় র্যালিটি শুরু হবে বুধবার দুপুর ২টায়, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। এতে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারী জেলার মধ্যে রয়েছে—টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, গাজীপুর জেলা ও মহানগর, নরসিংদী এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।
বিজ্ঞপ্তিতে ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের যথাসময়ে র্যালিতে যোগদানের আহ্বান জানানো হয়।