স্টেডিয়ামে শিরোপা উদযাপনের সময় দুর্ঘটনায় নিহত ৩

- আপডেট সময় ০২:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / ২৮৮ বার পড়া হয়েছে
আলজেরিয়ায় টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত করেছে এমসি আলজার। সেই শিরোপা উদযাপনের বাধভাঙা আনন্দ রূপ নিলো বিষাদে। প্রিয় দলের শিরোপা উদযাপন করার সময় স্টেডিয়ামের উপরের দিকের গ্যালারি স্ট্যান্ড ভেঙে নিচে পড়ে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন, আহত ৭০-এর বেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এই খবর নিশ্চিত করেছে।
এক ফেসবুক পোস্টে আলজেরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বেনি মেসুস বিশ্ববিদ্যালয় হাসপাতাল ৩৮ জন আহতকে গ্রহণ করেছে এবং তিনজন মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।
এছাড়া, বেন আকনুন হাসপাতালে ২৭ জন এবং বাব এল ওয়েদ হাসপাতালে ১৬ জন আহত ভর্তি হয়েছেন।
আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেববুন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
এমসি আলজার ক্লাব ইনস্টাগ্রামে এক বিবৃতিতে শোক জানিয়ে লিখেছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের সমর্থক ইউনেস আমগুজ্জি উপরের গ্যালারি থেকে পড়ে মারা গেছেন। তবে ক্লাব এখনও বাকি দুই মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।