অভিনেতা শামীম হাসানের বিয়ে

- আপডেট সময় ১১:১৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে
অভিনেতা শামীম হাসান অবশেষে বাস্তব জীবনে বিয়ে করেছেন। এর আগে, তিনি বেশ কয়েকবার নাটকের বিয়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে ভক্তদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছিলেন। কিন্তু এবার তিনি সত্যিই বিয়ের পিঁড়িতে বসেছেন।
শুক্রবার সন্ধ্যায়, শামীম হাসান তার স্ত্রীর সাথে একটি ছবি ফেসবুকে প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।” তবে, তিনি তার স্ত্রীর নাম বা পরিচয় প্রকাশ করেননি। ধারণা করা হচ্ছে, তার স্ত্রী মিডিয়ার কেউ নন।
প্রকাশিত অন্য একটি ছবিতে, শামীম হাসানকে তার স্ত্রী, দুই পরিবারের সদস্য এবং অতিথিদের সাথে দেখা যায়। সেখানে তার বাবা-মাও উপস্থিত ছিলেন।
শামীম হাসান ও তার স্ত্রীকে দেশের তারকা অঙ্গনের অনেকেই অভিনন্দন জানিয়েছেন। জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ তাদের বিয়ের ছবি শেয়ার করে শুভকামনা জানিয়েছেন।
শামীম হাসান ইউটিউব চ্যানেল থেকে পরিচিতি লাভ করেন। পরে, “ব্যাচেলর পয়েন্ট” এবং “ফ্যামিলি ক্রাইসিস” সিরিয়ালে তার অভিনয় দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পায়।