শেখ হাসিনা-ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আরও ২ টি হত্যা মামলা

- আপডেট সময় ০২:৫৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / ২৭৬ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে ২০২৪ সালের ৪ আগস্ট ‘জুলাই আন্দোলন’ চলাকালে সংঘটিত সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ৪০০ জনের বিরুদ্ধে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক।
প্রথম মামলাটি করেছেন নিহত হাফিজুল ইসলাম গাজীর বড় ভাই আব্দুল হামিদ গাজী। মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট বিকেলে কালিয়াকৈরের সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে ছাত্র-জনতার মিছিলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণ ও লাঠিপেটায় কয়েকজন নিহত ও শতাধিক আহত হন। গুলিবিদ্ধ হাফিজুল ইসলাম পরে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ আগস্ট মারা যান।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি তালহা ইবনে অলি, ছগির আহম্মেদসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।
এ দিকে ৪ আগস্ট ২০২৪ সালে উপজেলার সফিপুর আনসার একাডেমির সামনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আব্দুল্লাহ আল মামুন (২০)। তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কালেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরদিন ৫ আগস্ট নিহতের পরিবার মরদেহের সন্ধান পেয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল্লাহ আল মামুন। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে তার মা পারভীন বেগম মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। যার কারণে দীর্ঘদিন এ ঘটনায় কেউ অভিযোগ বা মামলা দায়ের করেননি।
এ ঘটনায় নিহতের বন্ধু নয়ন মিয়া বাদী হয়ে সোমবার (৩০ জুন-২০২৫) রাতে কালিয়াকৈর থানায় মামলা করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অজ্ঞাতপরিচয় ৪০০ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক জানান, গাজীপুরের কালিয়াকৈর নিহত দুজনের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।