ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

    শাহরুখের নামে ‘কুকুর পালা প্রসঙ্গ’ বিতর্কের জবাব দিলেন আমির খান

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৫:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
    • / ২৯৪ বার পড়া হয়েছে

    এক সময়ের দ্বন্দ্ব পেরিয়ে আজ ঘনিষ্ঠ বন্ধু আমির খান ও শাহরুখ খান

    বলিউডের দুই সুপারস্টার আমির খান ও শাহরুখ খান—এক সময় যাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতেন দর্শকরা, সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক পরিণত হয়েছে বন্ধুত্বে। পুরনো বিতর্ক ও অভিমান এখন কেবল স্মৃতি। সম্প্রতি “সিতারে জামিন পার” ছবির সাফল্য উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান পুরনো সেই আলোচিত ঘটনার কথা তুলে ধরেন।

    কুকুর বিতর্ক ও সমালোচনা
    বছর দশেক আগে নিজের এক ব্লগে আমির খান লেখেন, “শাহরুখ” আমার তালু চাটছে, আমি ওকে বিস্কুট খাওয়াচ্ছি। এই মন্তব্যটি ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। শাহরুখ ভক্তরা ক্ষুব্ধ হন, বলিউডেও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকে আমিরকে ‘বিতর্কিত তারকা’ হিসেবেও আখ্যা দেন। পরবর্তীতে একটি টেলিভিশন সাক্ষাৎকারে আমির খান জানান, ওই মন্তব্যটি ছিল তার পোষা কুকুর ‘শাহরুখ’-কে নিয়ে। তিনি বলেন, “আমি এক পারসি ব্যক্তির কাছ থেকে কুকুরটি কিনি, যার নাম সেই মালিকই রেখেছিলেন। ব্লগে তিনি মজা করে মন্তব্যটি করেছিলেন বলে জানান আমির।

    তবে সেই ব্যাখ্যাও সহজে গ্রহণ করেননি শাহরুখের ভক্তরা। ঘটনার পর আমির খান নিজেই শাহরুখ খানের বাসায় গিয়ে সরাসরি ক্ষমা চান। শুধু শাহরুখ নয়, তার ছেলে আরিয়ান খান ও মেয়ে সুহানা খানের কাছেও দুঃখ প্রকাশ করেন তিনি। সময়ের সঙ্গে সেই দ্বন্দ্ব কেটে গিয়ে দুই তারকার মধ্যে গড়ে ওঠে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব।

    শিশুসুলভ আচরণ ছিল: আমির
    ‘দ্য লালনটপ’-কে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে আমির খান বলেন, আসলে একটা সময় ছিল যখন আমরা দুজনেই একে অপরকে নিয়ে কিছু বলতাম। হয়তো রেষারেষি ছিল, হয়তো ওনার আমার প্রতি অসন্তোষ ছিল। তবে এখন বুঝি, সেই আচরণ ছিল একেবারে শিশুসুলভ। তিনি আরও বলেন, ক্যারিয়ারের শুরুতে প্রতিযোগিতা ছিল স্বাভাবিক। কিন্তু সেটা অনেক আগেই শেষ হয়ে গেছে। অন্তত আমার দিক থেকে তো নিশ্চিতভাবে, আর আমার বিশ্বাস শাহরুখের দিক থেকেও।

    বন্ধুত্বের বন্ধনে দুই কিংবদন্তি
    আমির খান জানান, শাহরুখ খান এক সময় নিয়মিত পুরস্কার অনুষ্ঠানে তার অনুপস্থিতি নিয়ে রসিকতা করতেন। আজ তা শুধুই মধুর স্মৃতি। সাক্ষাৎকারের শেষে তিনি বলেন, সবকিছুই এখন অতীত। আমাদের মধ্যে এখন পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

    নিউজটি শেয়ার করুন

    শাহরুখের নামে ‘কুকুর পালা প্রসঙ্গ’ বিতর্কের জবাব দিলেন আমির খান

    আপডেট সময় ০৫:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

    এক সময়ের দ্বন্দ্ব পেরিয়ে আজ ঘনিষ্ঠ বন্ধু আমির খান ও শাহরুখ খান

    বলিউডের দুই সুপারস্টার আমির খান ও শাহরুখ খান—এক সময় যাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতেন দর্শকরা, সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক পরিণত হয়েছে বন্ধুত্বে। পুরনো বিতর্ক ও অভিমান এখন কেবল স্মৃতি। সম্প্রতি “সিতারে জামিন পার” ছবির সাফল্য উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান পুরনো সেই আলোচিত ঘটনার কথা তুলে ধরেন।

    কুকুর বিতর্ক ও সমালোচনা
    বছর দশেক আগে নিজের এক ব্লগে আমির খান লেখেন, “শাহরুখ” আমার তালু চাটছে, আমি ওকে বিস্কুট খাওয়াচ্ছি। এই মন্তব্যটি ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। শাহরুখ ভক্তরা ক্ষুব্ধ হন, বলিউডেও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকে আমিরকে ‘বিতর্কিত তারকা’ হিসেবেও আখ্যা দেন। পরবর্তীতে একটি টেলিভিশন সাক্ষাৎকারে আমির খান জানান, ওই মন্তব্যটি ছিল তার পোষা কুকুর ‘শাহরুখ’-কে নিয়ে। তিনি বলেন, “আমি এক পারসি ব্যক্তির কাছ থেকে কুকুরটি কিনি, যার নাম সেই মালিকই রেখেছিলেন। ব্লগে তিনি মজা করে মন্তব্যটি করেছিলেন বলে জানান আমির।

    তবে সেই ব্যাখ্যাও সহজে গ্রহণ করেননি শাহরুখের ভক্তরা। ঘটনার পর আমির খান নিজেই শাহরুখ খানের বাসায় গিয়ে সরাসরি ক্ষমা চান। শুধু শাহরুখ নয়, তার ছেলে আরিয়ান খান ও মেয়ে সুহানা খানের কাছেও দুঃখ প্রকাশ করেন তিনি। সময়ের সঙ্গে সেই দ্বন্দ্ব কেটে গিয়ে দুই তারকার মধ্যে গড়ে ওঠে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব।

    শিশুসুলভ আচরণ ছিল: আমির
    ‘দ্য লালনটপ’-কে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে আমির খান বলেন, আসলে একটা সময় ছিল যখন আমরা দুজনেই একে অপরকে নিয়ে কিছু বলতাম। হয়তো রেষারেষি ছিল, হয়তো ওনার আমার প্রতি অসন্তোষ ছিল। তবে এখন বুঝি, সেই আচরণ ছিল একেবারে শিশুসুলভ। তিনি আরও বলেন, ক্যারিয়ারের শুরুতে প্রতিযোগিতা ছিল স্বাভাবিক। কিন্তু সেটা অনেক আগেই শেষ হয়ে গেছে। অন্তত আমার দিক থেকে তো নিশ্চিতভাবে, আর আমার বিশ্বাস শাহরুখের দিক থেকেও।

    বন্ধুত্বের বন্ধনে দুই কিংবদন্তি
    আমির খান জানান, শাহরুখ খান এক সময় নিয়মিত পুরস্কার অনুষ্ঠানে তার অনুপস্থিতি নিয়ে রসিকতা করতেন। আজ তা শুধুই মধুর স্মৃতি। সাক্ষাৎকারের শেষে তিনি বলেন, সবকিছুই এখন অতীত। আমাদের মধ্যে এখন পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।