মুজিববাদী সংবিধান এই জনগণের নয়, এটা ছুড়ে ফেলতে হবে: নাহিদ ইসলাম

- আপডেট সময় ০৬:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / ২৬১ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “মুজিববাদী সংবিধান এই জনগণের নয়” এটি ছুড়ে ফেলে দিতে হবে। যে সংবিধান জনগণের কথা বলে না, তার আর কোনো প্রয়োজন নেই।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে নীলফামারীর চৌরঙ্গীতে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, কেউ যদি মনে করে পুরনো বন্দোবস্ত আবার ফিরে আসবে, তাহলে তাদের পরিণতিও হবে শেখ হাসিনার মতো।
তিনি বলেন, সব দাবি যদি পূরণ হতো, তাহলে আজ নতুন কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হতো না। আমরা জনগণের বাস্তব ও দীর্ঘদিনের দাবি নিয়ে এগিয়ে চলেছি। অথচ একটি চক্র বারবার আমাদের থামিয়ে দিতে চাইছে। তিনি আরও অভিযোগ করেন, আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বারবার ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে, যাতে আমাদের জনসংযোগ বাধাগ্রস্ত হয়। এসব ষড়যন্ত্র করছে সেইসব শক্তি, যারা গণ-অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায়। পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, উত্তরের মানুষ বছরের পর বছর ধরে বঞ্চনার শিকার। তবে জনগণ যদি পাশে থাকে, কোনো জুলুম-অত্যাচার আমাদের ঠেকাতে পারবে না। যারা দুর্নীতি ও চাঁদাবাজিতে লিপ্ত, এনসিপি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে আগে ‘সংস্কার’, তারপর ‘নির্বাচন’। সংস্কার ছাড়া নির্বাচনের কোনো মানেই হয় না, কারণ তখন অপরাধীরাই আবার সুযোগ পাবে। এ সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ স্থানীয় নেতাকর্মীরা। এর আগে বৃহস্পতিবার সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা শহীদ গার্মেন্টসকর্মী সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করেন এবং সৈয়দপুরের বিহারী ক্যাম্প পরিদর্শন করে সেখানকার বাসিন্দাদের সমস্যার কথা শোনেন ও পাশে থাকার আশ্বাস দেন।
পরে তারা পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এক মতবিনিময় সভায় অংশ নেন। এতে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক নাহিদ হোসেন, সদস্য সচিব আকতার হোসেন এবং দলের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।