কর্মীর জন্য গ্র্যাচুইটি সুবিধা চালুর ঘোষণা সুপার স্টার গ্রুপের: দৃষ্টান্তমূলক পদক্ষেপ

- আপডেট সময় ০১:২৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / ২৬০ বার পড়া হয়েছে
সুপার স্টার গ্রুপ (এসএসজি) তাদের সকল কর্মীদের জন্য গ্র্যাচুইটি সুবিধা চালুর ঘোষণা দিয়েছে—যা কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের দীর্ঘদিনের অবদানের প্রতি সম্মান জানাতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এসএসজি সেন্টারে আয়োজিত এক উৎসবমুখর অনুষ্ঠানে এই ঘোষণা দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. মহিউদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদি আব্দুল মজিদ, চিফ ফাইনান্সিয়াল অফিসার আমিনুল ইসলাম এবং মানবসম্পদ বিভাগের পরিচালক খন্দকার গোলাম আজম।
এই উদ্যোগটি বাংলাদেশের কর্পোরেট জগতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এসএসজির এই ঘোষণাকে একটি দায়িত্বশীল ও মানবকেন্দ্রিক ব্যবসায়িক সংস্কৃতউদাহরন হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে কর্মীদের প্রতি কোম্পানির প্রতিশ্রুতি ও যত্নশীল মনোভাব আরও স্পষ্টভাবে প্রতিফলিত হলো।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই গ্র্যাচুইটি সুবিধা কেবল একটি আর্থিক সুরক্ষা নয়, বরং এটি আমাদের কর্মীদের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ। তারা প্রতিষ্ঠান গঠনে যেভাবে অবদান রাখছেন, তা স্বীকৃতি পাওয়ার দাবি রাখে। বেসরকারি খাতে কর্মীদের কল্যাণে এসএসজির এমন উদ্যোগ নিঃসন্দেহে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।