জনগণের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতি: নাহিদ ইসলাম

- আপডেট সময় ০১:৪৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / ২৫৭ বার পড়া হয়েছে
মানুষের সমস্যার সমাধান করাই আমাদের রাজনীতি, আর জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
গতকাল শুক্রবার (৫ জুলাই) রাত পৌনে ১২টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের গাইবান্ধা মোড়ে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির ঘোড়াঘাট উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আবদুল মান্নান সরকার। নাহিদ ইসলাম বলেন, যে স্বপ্ন নিয়ে তরুণেরা রাজপথে নেমেছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল, সেই স্বপ্ন আজও বেঁচে আছে। সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের কাঁধে। আমরা ঐক্যবদ্ধভাবে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠন বিস্তারের মাধ্যমে জনগণের পাশে দাঁড়াতে চাই।
চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কণ্ঠ তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “চাঁদাবাজ আর সন্ত্রাসীদের ভয় পেলে চলবে না। প্রতিবাদ করা শিখেছি বলেই আমরা অতীতে স্বৈরাচারকে পরাজিত করেছি। এই প্রতিবাদ অব্যাহত রাখতে না পারলে আবারও নতুন স্বৈরাচার জন্ম নেবে—সেই সুযোগ আমরা কাউকে দেব না।
আসন্ন কর্মসূচির কথা উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা একটি বৃহৎ কর্মসূচি আয়োজন করব। সেখানে জুলাই মাসের ইশতেহার, ঘোষণাপত্র এবং উত্তরবঙ্গের মানুষের আশা-আকাঙ্ক্ষার সনদ জাতির সামনে উপস্থাপন করা হবে। আমরা গণ-অভ্যুত্থানে যে ধরনের বিজয় পেয়েছি, ভবিষ্যতের সংসদেও জাতীয় নাগরিক পার্টি জনগণের ভোটে বিজয়ী হবে।
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও সদস্যসচিব আকতার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন— সংগঠনের কেন্দ্রীয় সংগঠক মেহেরাজ শাহরিয়ার, ঘোড়াঘাট উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মোজাম্মেল হক, সদস্য আইয়ুব আলী, সাহাবুল ইসলাম প্রমুখ।