০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

জন্মদিন নিয়ে রাশমিকার নতুন উচ্ছ্বাস

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / ৩৩ বার পড়া হয়েছে

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা আজ ৫ এপ্রিল ২৯ বছরে পা রাখছেন। অল্প সময়ের ক্যারিয়ারে তিনি দক্ষিণী ও বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

আল্লু অর্জুন, সালমান খান থেকে রণবীর কাপুরের মতো শীর্ষ তারকাদের সঙ্গে কাজ করে তিনি ইতোমধ্যে আলোচনার কেন্দ্রে। জন্মদিনের মাস এসে তাঁর মধ্যে নতুন উপলব্ধি জাগিয়েছে, যা তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

বয়স বাড়ার সঙ্গে জন্মদিনের উৎসাহ কমে যায়—এমন ধারণা অনেকেরই। কিন্তু রাশমিকার ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। তিনি বলেন, “এটা আমার জন্মদিনের মাস, আমি খুব উত্তেজিত। সবাই বলে, বয়স বাড়লে জন্মদিনের আনন্দ কমে যায়। আমার ক্ষেত্রে ব্যাপারটা একদম বিপরীত।

বয়স যত বাড়ছে, জন্মদিন উদযাপনের জন্য আমি তত বেশি উৎসাহী হচ্ছি।” তিনি আরও যোগ করেন, “বিশ্বাসই হচ্ছে না যে আমি ২৯-এ পৌঁছে গেছি। আরেকটা বছর সুস্থ, সুখী ও নিরাপদে কাটিয়েছি—এটাই উদযাপনের জন্য যথেষ্ট কারণ!”

সম্প্রতি রাশমিকাকে সালমান খানের বিপরীতে ‘সিকান্দার’ সিনেমায় দেখা গেছে। যদিও ছবিটি বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি, তবু তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

১৯৯৬ সালের ৫ এপ্রিল কর্নাটকের কোডাগু জেলার বিরাজপেটে একটি কোডাভা হিন্দু পরিবারে জন্ম নেওয়া রাশমিকার শৈশব কেটেছে আর্থিক সংকটের মধ্যে। তাঁর বাবার কফি এস্টেট ও অনুষ্ঠান হল থাকলেও পরিবারকে অনেক সময় ভাড়া দিতে হিমশিম খেতে হয়েছে। মা গৃহিণী এবং ছোট বোন শিমনের দেখাশোনায় রাশমিকা মাতৃত্বের অনুভূতিও পেয়েছেন।

কঠিন শুরু থেকে আজকের এই জায়গায় পৌঁছে রাশমিকা নিজের জীবন নিয়ে সন্তুষ্ট। জন্মদিনে তাঁর এই আনন্দ আর উচ্ছ্বাস ভক্তদের মাঝেও ছড়িয়ে পড়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জন্মদিন নিয়ে রাশমিকার নতুন উচ্ছ্বাস

আপডেট সময় ১০:১৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা আজ ৫ এপ্রিল ২৯ বছরে পা রাখছেন। অল্প সময়ের ক্যারিয়ারে তিনি দক্ষিণী ও বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

আল্লু অর্জুন, সালমান খান থেকে রণবীর কাপুরের মতো শীর্ষ তারকাদের সঙ্গে কাজ করে তিনি ইতোমধ্যে আলোচনার কেন্দ্রে। জন্মদিনের মাস এসে তাঁর মধ্যে নতুন উপলব্ধি জাগিয়েছে, যা তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

বয়স বাড়ার সঙ্গে জন্মদিনের উৎসাহ কমে যায়—এমন ধারণা অনেকেরই। কিন্তু রাশমিকার ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। তিনি বলেন, “এটা আমার জন্মদিনের মাস, আমি খুব উত্তেজিত। সবাই বলে, বয়স বাড়লে জন্মদিনের আনন্দ কমে যায়। আমার ক্ষেত্রে ব্যাপারটা একদম বিপরীত।

বয়স যত বাড়ছে, জন্মদিন উদযাপনের জন্য আমি তত বেশি উৎসাহী হচ্ছি।” তিনি আরও যোগ করেন, “বিশ্বাসই হচ্ছে না যে আমি ২৯-এ পৌঁছে গেছি। আরেকটা বছর সুস্থ, সুখী ও নিরাপদে কাটিয়েছি—এটাই উদযাপনের জন্য যথেষ্ট কারণ!”

সম্প্রতি রাশমিকাকে সালমান খানের বিপরীতে ‘সিকান্দার’ সিনেমায় দেখা গেছে। যদিও ছবিটি বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি, তবু তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

১৯৯৬ সালের ৫ এপ্রিল কর্নাটকের কোডাগু জেলার বিরাজপেটে একটি কোডাভা হিন্দু পরিবারে জন্ম নেওয়া রাশমিকার শৈশব কেটেছে আর্থিক সংকটের মধ্যে। তাঁর বাবার কফি এস্টেট ও অনুষ্ঠান হল থাকলেও পরিবারকে অনেক সময় ভাড়া দিতে হিমশিম খেতে হয়েছে। মা গৃহিণী এবং ছোট বোন শিমনের দেখাশোনায় রাশমিকা মাতৃত্বের অনুভূতিও পেয়েছেন।

কঠিন শুরু থেকে আজকের এই জায়গায় পৌঁছে রাশমিকা নিজের জীবন নিয়ে সন্তুষ্ট। জন্মদিনে তাঁর এই আনন্দ আর উচ্ছ্বাস ভক্তদের মাঝেও ছড়িয়ে পড়েছে।