ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫

    হবিগঞ্জের নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১, আহত শতাধিক

    মোহাম্মদ জাহিদ হোসেন
    • আপডেট সময় ০৩:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
    • / ২৬০ বার পড়া হয়েছে

    হবিগঞ্জের নবীগঞ্জ একটি শান্ত শহর হঠাৎই রূপ নেয় রণক্ষেত্রে! গ্রামবাসীদের সংঘর্ষ, আগুন, ভাঙচুর, মৃত্যু চার ঘণ্টার ভয়াবহতায় কেঁপে উঠে পুরো এলাকা। শহরের পথে পথে এখন সেনাবাহিনী ও পুলিশের টহল, জারি হয়েছে ১৪৪ ধারা”

    তিমিরপুর ও আনমনু – এই দুই এলাকার মধ্যে দীর্ঘদিনের পুরনো বিরোধ, আর আধিপত্য বিস্তারের লড়াই গতকাল ছড়িয়ে পড়ে ভয়াবহ সংঘর্ষে। হবিগঞ্জের নবীগঞ্জে আধিপত্য বিস্তার আর পুরনো শত্রুতার জেরে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক যুবক, আহত হয়েছেন শতাধিক। পুরো শহর পরিণত হয়েছে রণক্ষেত্রে।

    ঘটনার পর থেকেই থমথমে পরিস্থিতি নবীগঞ্জ শহরে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে টহল দিচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। জারি করা হয়েছে ১৪৪ ধারা। বন্ধ রয়েছে দোকানপাট ও জনসমাগম। গতকাল বিকেলে নবীগঞ্জের তিমিরপুর ও আনমনু গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামগুলোতেও।

    চার ঘণ্টাব্যাপী এই সহিংসতায় লুটপাট, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় দোকানপাট ও একটি বেসরকারি হাসপাতালও। এ ঘটনায় প্রাণ হারান ফারুক মিয়া নামের এক যুবক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে পুলিশ ও সেনাবাহিনী। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে, এলাকাজুড়ে এখনও উত্তেজনা বিরাজ করছে।

    আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকেই আশঙ্কাজনক অবস্থায় আছেন। এদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে – ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নবীগঞ্জবাসী এখন চায় শান্তি ও নিরাপত্তা। প্রশাসনের কড়া নজরদারি আর এলাকাবাসীর সচেতনতাই পারে এই উত্তপ্ত পরিস্থিতির অবসান ঘটাতে।

    নিউজটি শেয়ার করুন

    হবিগঞ্জের নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১, আহত শতাধিক

    আপডেট সময় ০৩:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

    হবিগঞ্জের নবীগঞ্জ একটি শান্ত শহর হঠাৎই রূপ নেয় রণক্ষেত্রে! গ্রামবাসীদের সংঘর্ষ, আগুন, ভাঙচুর, মৃত্যু চার ঘণ্টার ভয়াবহতায় কেঁপে উঠে পুরো এলাকা। শহরের পথে পথে এখন সেনাবাহিনী ও পুলিশের টহল, জারি হয়েছে ১৪৪ ধারা”

    তিমিরপুর ও আনমনু – এই দুই এলাকার মধ্যে দীর্ঘদিনের পুরনো বিরোধ, আর আধিপত্য বিস্তারের লড়াই গতকাল ছড়িয়ে পড়ে ভয়াবহ সংঘর্ষে। হবিগঞ্জের নবীগঞ্জে আধিপত্য বিস্তার আর পুরনো শত্রুতার জেরে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক যুবক, আহত হয়েছেন শতাধিক। পুরো শহর পরিণত হয়েছে রণক্ষেত্রে।

    ঘটনার পর থেকেই থমথমে পরিস্থিতি নবীগঞ্জ শহরে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে টহল দিচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। জারি করা হয়েছে ১৪৪ ধারা। বন্ধ রয়েছে দোকানপাট ও জনসমাগম। গতকাল বিকেলে নবীগঞ্জের তিমিরপুর ও আনমনু গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামগুলোতেও।

    চার ঘণ্টাব্যাপী এই সহিংসতায় লুটপাট, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় দোকানপাট ও একটি বেসরকারি হাসপাতালও। এ ঘটনায় প্রাণ হারান ফারুক মিয়া নামের এক যুবক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে পুলিশ ও সেনাবাহিনী। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে, এলাকাজুড়ে এখনও উত্তেজনা বিরাজ করছে।

    আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকেই আশঙ্কাজনক অবস্থায় আছেন। এদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে – ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নবীগঞ্জবাসী এখন চায় শান্তি ও নিরাপত্তা। প্রশাসনের কড়া নজরদারি আর এলাকাবাসীর সচেতনতাই পারে এই উত্তপ্ত পরিস্থিতির অবসান ঘটাতে।