যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে শুল্ক হ্রাসের আশা অর্থ উপদেষ্টার

- আপডেট সময় ০৩:৪৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)-এর সঙ্গে আসন্ন বৈঠকের মাধ্যমে শুল্ক আরোপের পরিমাণ কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশার কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, “এবার বিষয়টি নিয়ে ওয়ান-টু-ওয়ান আলোচনার সুযোগ তৈরি হয়েছে। দেশটির সঙ্গে সরাসরি এই আলোচনা ফলপ্রসূ হবে বলেই আমরা আশা করছি। আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি জানান, ইতোমধ্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বাণিজ্য সচিবও শিগগিরই সেখানে যোগ দেবেন। আগামী ৯ জুলাই (ইউএসটিআরের) সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় ড. সালেহউদ্দিন জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের একটি চিঠি পাঠানো হলেও সেটি আনুষ্ঠানিক নয়। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।
উল্লেখ্য, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, বাংলাদেশ থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে বলেও জানানো হয়।