ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য, একসঙ্গে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল

- আপডেট সময় ০৭:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “কারো সঙ্গে মতের অমিল থাকতেই পারে। কিন্তু ভিন্নমত নিয়ে সহাবস্থান করাই গণতন্ত্রের সৌন্দর্য। এই মতভিন্নতাকে সম্মিলিত শক্তিতে পরিণত করেই দেশকে সামনে এগিয়ে নিতে হবে।”
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নতুন প্রজন্মের প্রতি আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, “এই প্রজন্মের হাত ধরেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। হতাশ হলে চলবে না। দেশকে এগিয়ে নিতে তরুণদেরই এগিয়ে আসতে হবে।”
গণতন্ত্র চর্চার অভাবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে দেশে দীর্ঘ সময় ধরে প্রকৃত গণতন্ত্র চর্চার সুযোগ হয়নি। কিন্তু আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রত্যেকে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে। সে লক্ষ্যে বিএনপি অঙ্গীকারবদ্ধ।”