ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

    ট্রাম্পের হুঁশিয়ারির পরই ইউক্রেনে “রেকর্ড” ৭২৮ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৫:৫৬:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
    • / ২৫৯ বার পড়া হয়েছে

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচনা করার পরপরই, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে রেকর্ডসংখ্যক ড্রোন হামলা চালিয়েছে।

    বুধবার (৯ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়া এক রাতেই মোট ৭২৮টি ড্রোন দিয়ে ইউক্রেনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রামে দাবি করেছে, তারা ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম ব্যবহার করে প্রায় সব ড্রোনই ধ্বংস করতে সক্ষম হয়েছে।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার ড্রোন ও বিমান হামলার ধারাবাহিকতা থেকে স্পষ্ট, যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়া যে অর্থনৈতিক উৎস ব্যবহার করছে, সেগুলোর ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা প্রয়োজন। তিনি বিশেষ করে রাশিয়ার তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজনীয়তার কথা বলেন।

    এর আগে মঙ্গলবার (৮ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক মন্ত্রিসভা বৈঠকে বলেন, তিনি রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল নিয়ে সিনেটে সমর্থন বিবেচনা করছেন। ওই বিল অনুযায়ী, রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম এবং অন্যান্য পণ্য আমদানিকারক দেশগুলোর ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে।

    বৈঠকে পুতিনকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, “পুতিন আমাদের বিরুদ্ধে অনেক বাজে কথা বলেন। তিনি সবসময় ভালো হওয়ার ভান করেন, কিন্তু তা অর্থহীন।” সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পুতিনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেব, সেটা আমি এখনই বলব না। আমরা তাকে একটু চমক দিতে চাই।” এদিকে, ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার একটি প্যাকেজ নিয়ে কাজ করছে বলে জানিয়েছে রয়টার্স।

    নিউজটি শেয়ার করুন

    ট্রাম্পের হুঁশিয়ারির পরই ইউক্রেনে “রেকর্ড” ৭২৮ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

    আপডেট সময় ০৫:৫৬:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচনা করার পরপরই, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে রেকর্ডসংখ্যক ড্রোন হামলা চালিয়েছে।

    বুধবার (৯ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়া এক রাতেই মোট ৭২৮টি ড্রোন দিয়ে ইউক্রেনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রামে দাবি করেছে, তারা ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম ব্যবহার করে প্রায় সব ড্রোনই ধ্বংস করতে সক্ষম হয়েছে।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার ড্রোন ও বিমান হামলার ধারাবাহিকতা থেকে স্পষ্ট, যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়া যে অর্থনৈতিক উৎস ব্যবহার করছে, সেগুলোর ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা প্রয়োজন। তিনি বিশেষ করে রাশিয়ার তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজনীয়তার কথা বলেন।

    এর আগে মঙ্গলবার (৮ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক মন্ত্রিসভা বৈঠকে বলেন, তিনি রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল নিয়ে সিনেটে সমর্থন বিবেচনা করছেন। ওই বিল অনুযায়ী, রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম এবং অন্যান্য পণ্য আমদানিকারক দেশগুলোর ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে।

    বৈঠকে পুতিনকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, “পুতিন আমাদের বিরুদ্ধে অনেক বাজে কথা বলেন। তিনি সবসময় ভালো হওয়ার ভান করেন, কিন্তু তা অর্থহীন।” সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পুতিনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেব, সেটা আমি এখনই বলব না। আমরা তাকে একটু চমক দিতে চাই।” এদিকে, ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার একটি প্যাকেজ নিয়ে কাজ করছে বলে জানিয়েছে রয়টার্স।