কালশী ফ্লাইওভারে গাড়ি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

- আপডেট সময় ১০:৪১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
রাজধানীর কালশী ফ্লাইওভারে একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে থাকা দুই তরুণ ফ্লাইওভারে ওঠার সময় টয়োটা সিএইচ-আর মডেলের একটি প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা খায়।
সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী প্রায় ২৫ ফুট নিচে রাস্তায় ছিটকে পড়েন, আর চালক ফ্লাইওভারের ওপরেই পড়ে যান। দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি ঘটনাস্থলেই পড়ে থাকে। আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
ঢামেক হাসপাতাল সূত্র জানায়, রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হলে চিকিৎসকরা পরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “মিরপুর পল্লবীর কালশী এলাকায় এই সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হন। হাসপাতালে আনার পর তাদের মৃত ঘোষণা করা হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে, তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।”
পল্লবী থানার ওসি জানান, “দ্রুতগতির কারণে সংঘর্ষটি এত ভয়াবহ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।” এই দুর্ঘটনা ফ্লাইওভারে যানবাহনের গতি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নতুন করে সামনে এনেছে।