ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

    বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা বাণিজ্য আলোচনা শেষ, অমীমাংসিত কিছু বিষয়ে সিদ্ধান্ত বাকি

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০১:৪১:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
    • / ২৬৪ বার পড়া হয়েছে

    বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনা শেষ হয়েছে। তিন দিনব্যাপী এ আলোচনা শেষ হয় বৃহস্পতিবার (১১ জুলাই)। আলোচনার শেষ দিনে উভয় দেশ বেশ কয়েকটি ইস্যুতে ঐকমত্যে পৌঁছালেও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাকি থাকা বিষয়গুলো নিয়ে উভয় পক্ষ আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা অব্যাহত রাখবে। ভবিষ্যতে আবারও আলোচনা অনুষ্ঠিত হবে, যা ভার্চুয়ালি ও সামনাসামনি—উভয়ভাবেই হতে পারে। খুব শিগগিরই পরবর্তী বৈঠকের সময় ও তারিখ নির্ধারণ করা হবে।

    আলোচনার পরদিন, অর্থাৎ ১২ জুলাই, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাণিজ্যসচিব এবং অতিরিক্ত সচিব দেশে ফিরছেন। তবে প্রয়োজনে তাঁরা আবারও যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান আলোচনা শেষে আশাবাদ ব্যক্ত করেছেন, নির্ধারিত সময়সীমার মধ্যেই অমীমাংসিত বিষয়গুলোর একটি ইতিবাচক সমাধানে পৌঁছানো সম্ভব হবে।

    উল্লেখ্য, গত ৯ জুলাই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দ্বিতীয় দফার এই আলোচনা শুরু হয়। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা আলোচনায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এই তিন দিনের বৈঠক সম্পূর্ণভাবে সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

    নিউজটি শেয়ার করুন

    বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা বাণিজ্য আলোচনা শেষ, অমীমাংসিত কিছু বিষয়ে সিদ্ধান্ত বাকি

    আপডেট সময় ০১:৪১:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

    বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনা শেষ হয়েছে। তিন দিনব্যাপী এ আলোচনা শেষ হয় বৃহস্পতিবার (১১ জুলাই)। আলোচনার শেষ দিনে উভয় দেশ বেশ কয়েকটি ইস্যুতে ঐকমত্যে পৌঁছালেও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাকি থাকা বিষয়গুলো নিয়ে উভয় পক্ষ আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা অব্যাহত রাখবে। ভবিষ্যতে আবারও আলোচনা অনুষ্ঠিত হবে, যা ভার্চুয়ালি ও সামনাসামনি—উভয়ভাবেই হতে পারে। খুব শিগগিরই পরবর্তী বৈঠকের সময় ও তারিখ নির্ধারণ করা হবে।

    আলোচনার পরদিন, অর্থাৎ ১২ জুলাই, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাণিজ্যসচিব এবং অতিরিক্ত সচিব দেশে ফিরছেন। তবে প্রয়োজনে তাঁরা আবারও যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান আলোচনা শেষে আশাবাদ ব্যক্ত করেছেন, নির্ধারিত সময়সীমার মধ্যেই অমীমাংসিত বিষয়গুলোর একটি ইতিবাচক সমাধানে পৌঁছানো সম্ভব হবে।

    উল্লেখ্য, গত ৯ জুলাই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দ্বিতীয় দফার এই আলোচনা শুরু হয়। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা আলোচনায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এই তিন দিনের বৈঠক সম্পূর্ণভাবে সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।