ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

    অন্যায়কারীদের আশ্রয় দিচ্ছে অন্তর্বর্তী সরকার? প্রশ্ন তুললেন তারেক রহমান

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৯:৪৯:২০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
    • / ২৫৭ বার পড়া হয়েছে

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তুলেছেন, অন্তর্বর্তী সরকার কি অন্যায়কারীদের আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে? সম্প্রতি পুরান ঢাকায় জনসমক্ষে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঘটনার ভিডিও ফুটেজে আমরা যে ব্যক্তিকে হত্যায় জড়িত দেখতে পেয়েছি, তাকে এখন পর্যন্ত কেন গ্রেপ্তার করা হয়নি?

    শুক্রবার (১১ জুলাই) ‘জুলাই গণ-অভ্যুত্থানে’ শহীদ ছাত্রদল নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। তারেক রহমান বলেন, আমরা খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ করেছি, হত্যাকারী ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেলেও সরকার এখনো তাকে গ্রেপ্তার করেনি। তাহলে কি আমরা ধরে নেব, যেসব গোষ্ঠী মব সৃষ্টির মাধ্যমে সহিংস পরিস্থিতি তৈরি করছে, তাদের প্রতি সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে? প্রশাসনের কারও কি প্রশ্রয় রয়েছে এতে?

    তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার বলেছি, অন্যায়কারী যেই হোক না কেন, আমরা কাউকে প্রশ্রয় দেব না। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমাল রক্ষা করা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যে অন্যায় করবে, তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে হবে। কোনো অপরাধী দলের লোক হতে পারে না।

    সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তারেক রহমান বলেন, স্বৈরাচারকে বিতাড়িত করে জনগণের বিজয় অর্জিত হলেও ষড়যন্ত্র থেমে নেই। অদৃশ্য শত্রুরা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। দেশে অস্থিরতা সৃষ্টি এবং স্বাভাবিক পরিবেশ ব্যাহত করার পেছনে কারা কাজ করছে, তা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।

    তারেক রহমান খুলনায় যুবদলের এক কর্মীর নির্মম হত্যার প্রসঙ্গ টেনে বলেন, তার রগ কেটে দেওয়া হলো, অথচ এই বিষয়ে কোনো কথা বলা হচ্ছে না। বরং যখন এই হত্যার বিচার চাওয়া হয়, তখন বলা হয় বিএনপি ‘লাশ নিয়ে রাজনীতি’ করছে। এই প্রশ্নের জবাব খুঁজে বের করতেই হবে, কারণ এসব প্রশ্নের সঙ্গে বাংলাদেশের অস্তিত্ব জড়িয়ে রয়েছে।

    সভায় উপস্থিত শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের স্বজনদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। জোর গলায় প্রশ্ন তুলুন—কেন বিচার বিলম্বিত হচ্ছে? কারা মব তৈরি করে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে?
    সভায় আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

    নিউজটি শেয়ার করুন

    অন্যায়কারীদের আশ্রয় দিচ্ছে অন্তর্বর্তী সরকার? প্রশ্ন তুললেন তারেক রহমান

    আপডেট সময় ০৯:৪৯:২০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তুলেছেন, অন্তর্বর্তী সরকার কি অন্যায়কারীদের আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে? সম্প্রতি পুরান ঢাকায় জনসমক্ষে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঘটনার ভিডিও ফুটেজে আমরা যে ব্যক্তিকে হত্যায় জড়িত দেখতে পেয়েছি, তাকে এখন পর্যন্ত কেন গ্রেপ্তার করা হয়নি?

    শুক্রবার (১১ জুলাই) ‘জুলাই গণ-অভ্যুত্থানে’ শহীদ ছাত্রদল নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। তারেক রহমান বলেন, আমরা খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ করেছি, হত্যাকারী ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেলেও সরকার এখনো তাকে গ্রেপ্তার করেনি। তাহলে কি আমরা ধরে নেব, যেসব গোষ্ঠী মব সৃষ্টির মাধ্যমে সহিংস পরিস্থিতি তৈরি করছে, তাদের প্রতি সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে? প্রশাসনের কারও কি প্রশ্রয় রয়েছে এতে?

    তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার বলেছি, অন্যায়কারী যেই হোক না কেন, আমরা কাউকে প্রশ্রয় দেব না। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমাল রক্ষা করা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যে অন্যায় করবে, তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে হবে। কোনো অপরাধী দলের লোক হতে পারে না।

    সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তারেক রহমান বলেন, স্বৈরাচারকে বিতাড়িত করে জনগণের বিজয় অর্জিত হলেও ষড়যন্ত্র থেমে নেই। অদৃশ্য শত্রুরা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। দেশে অস্থিরতা সৃষ্টি এবং স্বাভাবিক পরিবেশ ব্যাহত করার পেছনে কারা কাজ করছে, তা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।

    তারেক রহমান খুলনায় যুবদলের এক কর্মীর নির্মম হত্যার প্রসঙ্গ টেনে বলেন, তার রগ কেটে দেওয়া হলো, অথচ এই বিষয়ে কোনো কথা বলা হচ্ছে না। বরং যখন এই হত্যার বিচার চাওয়া হয়, তখন বলা হয় বিএনপি ‘লাশ নিয়ে রাজনীতি’ করছে। এই প্রশ্নের জবাব খুঁজে বের করতেই হবে, কারণ এসব প্রশ্নের সঙ্গে বাংলাদেশের অস্তিত্ব জড়িয়ে রয়েছে।

    সভায় উপস্থিত শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের স্বজনদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। জোর গলায় প্রশ্ন তুলুন—কেন বিচার বিলম্বিত হচ্ছে? কারা মব তৈরি করে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে?
    সভায় আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।