মিটফোর্ডে সোহাগ হত্যা – রবিনের স্বীকারোক্তি, টিটন ৫ দিনের রিমান্ড

- আপডেট সময় ১০:০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ২৫৭ বার পড়া হয়েছে
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে সামনে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগ ওরফে লাল চাঁদ (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা অস্ত্র মামলায় তারেক রহমান রবিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আরেক আসামি টিটন গাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১২ জুলাই) দুই আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় কোতোয়ালী থানার এসআই মো. মনির অস্ত্র মামলায় গ্রেপ্তার রবিনের দুই দিনের রিমান্ড শেষে তার জবানবন্দি রেকর্ডের আবেদন জানান। অন্যদিকে, একই থানার ইন্সপেক্টর নাসির উদ্দিন টিটন গাজীর সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
ঢাকার মহানগর হাকিম হাসিব উল্লাহ গিয়াস তারেক রহমান রবিনের স্বীকারোক্তি রেকর্ড করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। টিটনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন তিনি। এর আগে শুক্রবার (১১ জুলাই) অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে যথাক্রমে পাঁচ দিন ও দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ।
উল্লেখ্য, গত বুধবার (১০ জুলাই) জনসমক্ষে পাথর দিয়ে মাথায় আঘাত করে ও কুপিয়ে মো. সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও প্রতিবাদে রাস্তায় নামে।