নেগেটিভ ধারণা দূর করতেই এনবিআর নামটি আর থাকছে না – ফাওজুল কবির খান

- আপডেট সময় ০১:১০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / ২৫৭ বার পড়া হয়েছে
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নামের প্রতি মানুষের নেতিবাচক ধারণা রয়েছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং রাজস্ব সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভাপতি ফাওজুল কবির খান বলেছেন, সেই কারণেই এনবিআর নামটি বাতিল করা হচ্ছে। তিনি জানান, ভবিষ্যতে ‘রাজস্ব নীতি’ এবং ‘রাজস্ব বাস্তবায়ন’ নামে দুটি পৃথক বিভাগ কার্যকর থাকবে এবং প্রতিটি বিভাগের জন্য আলাদা সচিব নিয়োগ দেওয়া হবে।
রোববার (১৩ জুলাই) এক আলোচনায় তিনি এসব কথা বলেন। ফাওজুল কবির খান জানান, এনবিআর সংস্কার সংক্রান্ত যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেখানে কিছু ত্রুটি ও শব্দগঠনের সমস্যা রয়েছে। উপদেষ্টা কমিটি এ সকল বিষয় সংশোধনের জন্য সুপারিশ করবে বলে জানান তিনি।
এ সময় তিনি এনবিআর কর্মকর্তাদের সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে বলেন, আন্দোলনটি একপর্যায়ে সরকারবিরোধী রূপ ধারণ করেছিল। এর লক্ষ্য ছিল দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা এবং রাজস্ব আদায়ের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। তিনি বলেন, এনবিআর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন এবং এখন সেই আস্থা ফিরিয়ে আনার একমাত্র পথ হলো তাদের কার্যক্রমের মাধ্যমে দক্ষতা ও নিষ্ঠা প্রমাণ করা। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অর্থনীতি এখনও আমাদের প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছায়নি, তবে এখন তা অনেকটাই গতি পেয়েছে। এই গতি ধরে রেখে এগিয়ে যেতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি এনবিআর পুনর্গঠন ও আধুনিকায়নের অংশ হিসেবে সরকার দুটি পৃথক বিভাগ গঠনের উদ্যোগ নিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে একটি দীর্ঘদিনের সমালোচনার অবসান ঘটানো এবং প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধির আশা করছে সংশ্লিষ্ট মহল।