মিটফোর্ড হত্যাকাণ্ডে তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি গঠনের সিদ্ধান্ত বিএনপির : মির্জা ফখরুল

- আপডেট সময় ০১:৫৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
রাজধানীর মিটফোর্ড এলাকায় ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে একটি ‘তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এই কমিটি ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে এবং তাদের উদ্ঘাটিত তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, মিটফোর্ডে সংঘটিত এই হত্যাকাণ্ড কোনো নিরপেক্ষ ঘটনা নয়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এটি হয়তো রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এবং এই ঘটনার আড়ালে জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার প্ররোচনা রয়েছে।
তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে দেশে একটি অস্থির পরিবেশ তৈরি করতে এই হত্যাকাণ্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেই ধারণা করা যায়। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, দিবালোকে, বহু মানুষের উপস্থিতিতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকটবর্তী অবস্থান থাকা সত্ত্বেও কেন এই ঘটনাটি কেউ প্রতিরোধ করেনি।
মির্জা ফখরুল বলেন, সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে পরপর তিনটি নৃশংস হত্যাকাণ্ড, মসজিদের ইমামকে হত্যা এবং খুলনায় যুবদল নেতা মাহবুব মোল্লাকে হত্যা ও রগকাটার মতো ঘটনার সময় যে জনমত সৃষ্টি হয়েছিল, মিটফোর্ড হত্যার পর তা তুলনামূলকভাবে কতটা সমান মাত্রায় ঘটছে, সেই প্রশ্নও এখন সামনে আসছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, বেগম সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
দলটির মহাসচিব বলেন, দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন পরিস্থিতিতে মিটফোর্ড হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি সরকারের কাছে এ বিষয়ে নিরপেক্ষ অবস্থান গ্রহণ ও প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।