যুক্তরাষ্ট্রে বেনজীর আহমেদের সম্পদ জব্দের আদেশ, ব্যাংক হিসাবও স্থগিত

- আপডেট সময় ০৯:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ২৫৭ বার পড়া হয়েছে
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির মামলায় যুক্তরাষ্ট্রে তাঁর নামে থাকা দুটি স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকে থাকা তাঁর চারটি ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আবেদনটি করেন দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম, যিনি মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আদালতে দাখিল করা আবেদনে বলা হয়েছে, সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়, বেনজীর আইজিপি থাকা অবস্থায় এসব সম্পদ অবৈধভাবে অর্জন করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
তদন্ত চলাকালীন তথ্যপ্রমাণে উঠে এসেছে যে, অভিযুক্ত ব্যক্তি তাঁর নিজের এবং আত্মীয়স্বজনের নামে থাকা কিছু সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। ফলে মামলার বিচার শেষে রাষ্ট্রের অনুকূলে সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের আগেই সংশ্লিষ্ট সম্পদ জব্দ করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে।
বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।
জানা গেছে, ২০২৩ সালের ৪ মে বেনজীর আহমেদ তাঁর পরিবারসহ বাংলাদেশ ত্যাগ করেন। পরে তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আদেশ দেন আদালত। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার স্বার্থে সব ধরনের বিদেশি সম্পদের তথ্য সংগ্রহ এবং আইনি সহায়তা আদায়ের প্রক্রিয়াও চলছে।