ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

    প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১১:৩২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
    • / ২৫৯ বার পড়া হয়েছে

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। সোমবার (১৪ জুলাই) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    সাক্ষাৎকালে জোহানেস জুট বাংলাদেশ সম্পর্কে তাঁর গভীর ভালোবাসা প্রকাশ করেন। তিনি জানান, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ের স্মৃতি এখনো তাঁর মনে অম্লান।

    আলোচনার একপর্যায়ে তিনি ২০২৪ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো শিক্ষার্থীদের স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান। এ সময় তিনি বলেন, “ওই ঘটনা ছিল বাংলাদেশের সঙ্গে যুক্ত সবার জন্য একটি অত্যন্ত আবেগঘন মুহূর্ত।”
    সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ডে যৌথভাবে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

    নিউজটি শেয়ার করুন

    প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

    আপডেট সময় ১১:৩২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। সোমবার (১৪ জুলাই) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    সাক্ষাৎকালে জোহানেস জুট বাংলাদেশ সম্পর্কে তাঁর গভীর ভালোবাসা প্রকাশ করেন। তিনি জানান, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ের স্মৃতি এখনো তাঁর মনে অম্লান।

    আলোচনার একপর্যায়ে তিনি ২০২৪ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো শিক্ষার্থীদের স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান। এ সময় তিনি বলেন, “ওই ঘটনা ছিল বাংলাদেশের সঙ্গে যুক্ত সবার জন্য একটি অত্যন্ত আবেগঘন মুহূর্ত।”
    সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ডে যৌথভাবে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।