নির্ধারিত সময়েই হবে নির্বাচন, আশ্বাস প্রধান উপদেষ্টার প্রেস সচিবের

- আপডেট সময় ০৪:৫৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / ২৬৪ বার পড়া হয়েছে
বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তাতে কোনো রাজনৈতিক দলের আপত্তির সুযোগ থাকবে না এমন একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা হবে।
শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
শফিকুল আলম জানান, নির্বাচন হবে সময়মতো এবং এটি হবে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সুন্দর ও শান্তিপূর্ণ একটি নির্বাচন। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং জনগণের অংশগ্রহণে একটি উদাহরণ সৃষ্টি করতে চায়।
সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি নিয়ে আলোচনার অগ্রগতি সম্পর্কে তিনি জানান, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনায় বসা হচ্ছে। অন্যান্য দেশে এ ধরনের সংস্কারে সাধারণত ২ থেকে ৪ বছর সময় লাগে, অথচ বাংলাদেশে ইতোমধ্যেই বেশ কিছু বিষয়ে দ্রুত অগ্রগতি হয়েছে। রাজনৈতিক দলগুলো মতপ্রকাশের সুযোগ পাচ্ছে এবং অনেক ক্ষেত্রে ঐক্যমত গঠিত হয়েছে। জুলাই মাসের মধ্যেই এই আলোচনার ফলাফল সই করার পরিকল্পনা রয়েছে, এরপরই নির্বাচনী প্রস্তুতি শুরু হবে।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আশাবাদী মন্তব্য করেন শফিকুল আলম। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কার্যকরভাবে কাজ করছে এবং এর ইতিবাচক ফলাফলও দেখা যাচ্ছে। যেসব অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বিশেষ করে ধর্ষণ মামলায় আইনের সংশোধনের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
প্রেস সচিবের বক্তব্যে স্পষ্ট হয়েছে, সরকার নির্বাচন নিয়ে দৃঢ় অবস্থানে রয়েছে এবং একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।