উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন

- আপডেট সময় ১১:৫৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ২৭২ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এ উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রাষ্ট্রীয় শোক পালনের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তার আগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে রাজধানীর উত্তরার একটি বিদ্যালয়ে পতিত হয়। এতে কোমলমতি শিক্ষার্থীসহ বহু মানুষ মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। এই শোকাবহ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গভীরভাবে শোকাহত। সে কারণে মঙ্গলবার দিনব্যাপী জাতীয়ভাবে শোক পালন করা হচ্ছে।
রাষ্ট্রীয় শোক উপলক্ষে আজ দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দেশের প্রতিটি মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান কুর্মিটোলা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বিমান এবং বিদ্যালয় ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দুর্ঘটনার সময় ওই ভবনে বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিল। তাদের বেশিরভাগই এ ঘটনায় নিহত বা আহত হয়েছেন, যা দেশের জন্য এক হৃদয়বিদারক শোকাবহ অধ্যায় হয়ে রইল।