যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বড় ধরনের বিক্ষোভ, মাস্কের বিরুদ্ধে প্রতিবাদ

- আপডেট সময় ১১:০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর দেশটির সরকারী কর্মী ছাঁটাই ও নির্বাহী ক্ষমতার ব্যবহারের বিরুদ্ধে এই প্রতিবাদ শীর্ষে উঠে।
রয়টার্সের খবর অনুযায়ী, গত শনিবার ৫০টি অঙ্গরাজ্যে প্রায় ১,২০০ বিক্ষোভের আয়োজন হয়, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এক দিনে সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে চিহ্নিত।
ওয়াশিংটন ডিসির কানেটিকাট অ্যাভিনিউতে হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হন, হাতে ছিল ‘যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই’ ও ‘মাস্ককে বিতাড়িত করুন’ লেখা প্ল্যাকার্ড। ন্যাশনাল মল এলাকায় ২০,০০০ মানুষ একত্রিত হওয়ার আশা ছিল। এই বিক্ষোভের নাম ছিল ‘হ্যান্ডস অফ’, যা গণতন্ত্রের প্রতি হস্তক্ষেপের বিরুদ্ধে ছিল।
বিক্ষোভের আয়োজকদের মতে, তারা ট্রাম্প, ইলন মাস্ক ও রিপাবলিকান কংগ্রেস সদস্যদের স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন যে, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ওপর কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।
নতুন গঠিত সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) দায়িত্ব ইলন মাস্কের হাতে দেওয়ার পর ২৩ লাখ কর্মীর মধ্যে ২ লাখের বেশি পদ শূন্য হয়ে গেছে।
এদিকে, গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরেও ইউরোপের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়েছে। বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস ও লন্ডনে বিক্ষোভকারীরা ‘আইনের শাসন’, ‘গণতন্ত্র রক্ষা করুন’ ও ‘অত্যাচারী শাসককে প্রতিহত করুন’ স্লোগান দিয়ে প্রতিবাদ জানিয়েছেন।