নির্বাচনের পিআর পদ্ধতি বোঝেই না অনেক রাজনৈতিক দল-মির্জা ফখরুল

- আপডেট সময় ০৪:০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ২৬২ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি কী—এটা দেশের সাধারণ মানুষ তো বোঝেনই না, এমনকি কিছু রাজনৈতিক দল নিজেরাও এ পদ্ধতি সম্পর্কে অজ্ঞ। দেশে বর্তমানে এক ধরনের ‘জগাখিচুড়ি’ পরিস্থিতি চলছে বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই-২৪ বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করে জিয়া পরিষদ।
মির্জা ফখরুল বলেন, “কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না। সবাইকে এটা উপলব্ধি করতে হবে।” তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগ বিচার বিভাগ, আইন-শৃঙ্খলা, স্বাস্থ্য খাতসহ রাষ্ট্রের প্রায় সব কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোকেও তারা দীর্ঘ ১৫ বছর ধরে দমন-নিপীড়নের মাধ্যমে ধ্বংস করেছে।”
দেশে সংস্কার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, “২০১৬ সালে দেশনেত্রী খালেদা জিয়া রাষ্ট্র মেরামতের ভিশন টুয়েন্টি থার্টিন ঘোষণা করেছিলেন। এরপর তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, যার মধ্য দিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর আমূল সংস্কার সম্ভব।”
তবে সংস্কার রাতারাতি হয় না বলে মন্তব্য করে তিনি বলেন, “একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি ঘটতে হয়। আপনি যদি ভাবেন আগামীকাল থেকেই পুলিশ ঘুষ নেওয়া বন্ধ করে দেবে, সেটা বাস্তবসম্মত নয়। কিন্তু এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে, যাতে ঘুষ নেওয়ার সুযোগ না থাকে।”
তিনি সততার গুরুত্ব তুলে ধরে বলেন, “বিএনপিকে আগে সততার জায়গায় দাঁড়াতে হবে। আজকাল কিছু সংবাদ বিএনপির ভাবমূর্তির সঙ্গে যায় না, জিয়াউর রহমানের আদর্শের সঙ্গেও যায় না। যারা জিয়াউর রহমানের পথ অনুসরণ করবেন, তাদের আগে নিজেকে সৎ হতে হবে—এটাই সময়ের দাবি।”