জুলাই সনদের খসড়া প্রস্তুত, আজই পাঠানো হবে রাজনৈতিক দলগুলোর কাছে

- আপডেট সময় ০১:০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ২৫৭ বার পড়া হয়েছে
জাতীয় ঐকমত্য কমিশন বহুল আলোচিত ‘জুলাই সনদ’-এর খসড়া চূড়ান্ত করেছে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, রোববার (২৮ জুলাই) এই খসড়া দেশের সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। দলগুলোর কাছ থেকে মতামত পাওয়ার পর চূড়ান্ত সনদে সংশোধন ও পরিমার্জনের মাধ্যমে তা সংযোজন করা হবে।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, খসড়াটি একটি ভিত্তি হিসেবে ব্যবহৃত হবে, যাতে প্রতিটি দলের মতামত অন্তর্ভুক্ত করে একটি জাতীয় ঐকমত্য গড়ে তোলা যায়। তিনি আরও বলেন, যদি কোনো দল মৌলিক আপত্তি তোলে, তবে তা পুনরায় আলোচনার টেবিলে আনা হতে পারে। তবে সাধারণ পর্যায়ের পরামর্শ বা সুপারিশগুলো মতামতের ভিত্তিতে সরাসরি অন্তর্ভুক্ত করা হবে।
কমিশনের সহসভাপতি জানান, সনদের প্রাথমিক খসড়ায় দুটি গুরুত্বপূর্ণ অংশ থাকবে—একটি পটভূমি ও প্রেক্ষাপট, অন্যটি রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি ও দায়িত্বের ক্ষেত্র। এদিকে আজ সকাল ১১টায় ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপের ২০তম দিনের বৈঠকে বসেছে কমিশন। আজকের আলোচনায় প্রাধান্য পাচ্ছে সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগসংক্রান্ত বিধান। পাশাপাশি সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো নিয়েও আজ মতবিনিময় হবে।
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ধারাবাহিকভাবে চলমান এই সংলাপে এ পর্যন্ত ১২টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্মতি গড়ে উঠেছে বলে জানা গেছে। এখন ‘জুলাই সনদ’ চূড়ান্ত হলে এই সংলাপের ভিত্তিতে একটি ঐতিহাসিক রাজনৈতিক দলিল হিসেবে তা বিবেচিত হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।