নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কোনো অপরাধ করলে ছাড় নয়-স্বরাষ্ট্র উপদেষ্টা

- আপডেট সময় ০১:১৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ২৬৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সংগঠনটি কোনো ধরনের অপকর্মে জড়ালে কেউই ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আসন্ন ৫ আগস্ট ঘিরে দেশে কোনো নিরাপত্তা শঙ্কা রয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নেই। আপনারা (সাংবাদিকরা) যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন, তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
আওয়ামী লীগের পক্ষ থেকে গোপনে সংগঠন পরিচালনার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে উপদেষ্টা জানান, “আমরা জানি তারা গুপ্তভাবে কার্যক্রম চালাচ্ছে। এমনকি সেখানে সেনাবাহিনীর এক কর্মকর্তার জড়িত থাকার বিষয়টিও নজরে এসেছে। তবে যে বাহিনীর সদস্যই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, “যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তারা যদি কোনো ধরনের অপকর্মে লিপ্ত হয়, তাহলে তা কঠোরভাবে দমন করা হবে।” দলের গোপন প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এটি তদন্তসাপেক্ষ বিষয়। তদন্ত করলে সব বের হয়ে আসবে।”
সাংবাদিকদের প্রশংসা করে উপদেষ্টা বলেন, “আপনারা সত্য ঘটনা তুলে ধরলে জনগণ সচেতন হয়, আর এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে। মিডিয়া যত সত্য প্রচার করছে, তত বিদেশি মিডিয়াগুলোর আগ্রাসী ভঙ্গি কমে এসেছে। তারা এখন আর আগের মতো সরব হতে পারছে না।”
তিনি জানান, সরকারের অবস্থান স্পষ্ট—আইনের বাইরে কেউ থাকবেন না এবং গোপন তৎপরতা বা ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।