ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

    তরুণদের হাত ধরে সূচনা হবে নতুন বাংলাদেশের-মির্জা ফখরুল

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৬:২১:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
    • / ২৫৭ বার পড়া হয়েছে

    জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্রদলের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের তরুণ প্রজন্ম এখন নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে এবং বাংলাদেশের নতুন বিনির্মাণের জন্য সামনে এসেছে এক বড় সুযোগ। তিনি বলেন, “এই দিনটি যেমন আনন্দের, তেমনি কষ্টেরও। গত বছর এই দিনে আওয়ামী লীগ আমাদের দেশের মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল।”

    রোববার অনুষ্ঠিত এই ছাত্র সমাবেশ ছিল জাতীয়তাবাদী ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির অংশ। ফখরুল বলেন, “এই আন্দোলন কেবল গত বছরের ৩৬ দিনের বিষয় নয়, গত ১৬ বছর ধরে আমাদের নেতাকর্মীরা নিজেদের জীবন উৎসর্গ করে চলেছেন একটি সুন্দর, মানবিক ও বসবাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নে। এখন সময় ঐক্যবদ্ধ থাকার। অনেকেই আমাদের বিভক্ত করতে চায়, কিন্তু আমরা বিভাজনের ফাঁদে পা দেবো না।”

    তিনি অভিযোগ করেন, “আমাদের পাশের দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং সেখান থেকে মাঝেমধ্যে হুমকিও আসছে। বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার রাজনীতির আর কোনো জায়গা নেই।” সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, “শুধু খুনি হাসিনাকে নয়, বাংলাদেশে অস্থিরতা তৈরির ষড়যন্ত্রেও যুক্ত রয়েছে ভারত। যারা আমাদের ভাইবোনদের হত্যা করেছে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে।”

    অন্যদিকে বিএনপির আরেক যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, “আমরা বারবার অন্তর্বর্তী সরকারের কাছে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছি। যদি সেই বিচার না হয়, দেশের মানুষ আমাদের ক্ষমা করবে না। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে।”

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

    নিউজটি শেয়ার করুন

    তরুণদের হাত ধরে সূচনা হবে নতুন বাংলাদেশের-মির্জা ফখরুল

    আপডেট সময় ০৬:২১:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

    জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্রদলের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের তরুণ প্রজন্ম এখন নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে এবং বাংলাদেশের নতুন বিনির্মাণের জন্য সামনে এসেছে এক বড় সুযোগ। তিনি বলেন, “এই দিনটি যেমন আনন্দের, তেমনি কষ্টেরও। গত বছর এই দিনে আওয়ামী লীগ আমাদের দেশের মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল।”

    রোববার অনুষ্ঠিত এই ছাত্র সমাবেশ ছিল জাতীয়তাবাদী ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির অংশ। ফখরুল বলেন, “এই আন্দোলন কেবল গত বছরের ৩৬ দিনের বিষয় নয়, গত ১৬ বছর ধরে আমাদের নেতাকর্মীরা নিজেদের জীবন উৎসর্গ করে চলেছেন একটি সুন্দর, মানবিক ও বসবাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নে। এখন সময় ঐক্যবদ্ধ থাকার। অনেকেই আমাদের বিভক্ত করতে চায়, কিন্তু আমরা বিভাজনের ফাঁদে পা দেবো না।”

    তিনি অভিযোগ করেন, “আমাদের পাশের দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং সেখান থেকে মাঝেমধ্যে হুমকিও আসছে। বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার রাজনীতির আর কোনো জায়গা নেই।” সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, “শুধু খুনি হাসিনাকে নয়, বাংলাদেশে অস্থিরতা তৈরির ষড়যন্ত্রেও যুক্ত রয়েছে ভারত। যারা আমাদের ভাইবোনদের হত্যা করেছে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে।”

    অন্যদিকে বিএনপির আরেক যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, “আমরা বারবার অন্তর্বর্তী সরকারের কাছে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছি। যদি সেই বিচার না হয়, দেশের মানুষ আমাদের ক্ষমা করবে না। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে।”

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।