প্রেম, ভালোবাসা ও বিয়েতে আর বিশ্বাস নেই অহনার

- আপডেট সময় ০৪:৫৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- / ৩১ বার পড়া হয়েছে
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান আর প্রেম বা ভালোবাসায় বিশ্বাস করেন না। এমনকি বিয়ের কোনো পরিকল্পনাও তার মাথায় নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত, প্রেমজীবন ও প্রাক্তনের প্রসঙ্গে উঠে এসেছে তার এই মনোভাব।
২০২৪ সালকে তিনি নিজের জীবনের একটি তাৎপর্যপূর্ণ বছর হিসেবে দেখছেন। বিশেষ করে ব্যক্তিগত জীবনে নানা তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তিনি। এরপর থেকে প্রেম ও ভালোবাসা নিয়ে ভয় আর আশঙ্কার কথা প্রায়ই শোনা যায় তার মুখে।
অহনা জানান, যাকে তিনি সবকিছু দিয়ে ভালোবেসে বিশ্বাস করেছিলেন, সেই মানুষটিই তাকে ধোঁকা দিয়েছেন। এমনকি একবার সুযোগ দেওয়ার পরও সেই ব্যক্তি আবারও তাকে ঠকিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গ উঠতেই অহনা মজার ছলেও কিছু উত্তর দেন। তবে বিয়ে করার কোনো তাড়া নেই বলে স্পষ্ট করেন তিনি। বিয়ের সময় জানতে চাইলে অহনা হাসতে হাসতে বলেন, ‘সালমান খান আর আমার বিয়ে নিয়ে সাংবাদিকদেরই চিন্তা বেশি। আমি বলেছি, আমি তো বুড়া হয়ে যাচ্ছি। আরেকটু বুড়া হতে দেন।’
তিনি আরও বলেন, ‘এখন আমার বিয়ে করার মতো মন নেই।’
এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘বিয়ের ওপর আমার একটা ভয় আছে, একটা ট্রমা কাজ করে। আমি যাকে ভালোবাসি, তার সঙ্গে থাকতে না পারলে বিয়ের নামে অন্য কারও সঙ্গে থাকব- এটা কি সম্ভব? শুধু বাচ্চা নেওয়ার জন্যই বিয়ে করা উচিত নয়।’
সবশেষে অভিনেত্রী বলেন, ‘আমি বিয়ে না করার পক্ষে। বাকিটা এখনও জানি না। প্রেম, ভালোবাসা, বিয়ে- সবকিছু থেকেই মন উঠে গেছে।’