ট্রাম্পের শুল্ক ঘোষণার পর ৫০টির বেশি দেশ হোয়াইট হাউসের সঙ্গে সমঝোতায়

- আপডেট সময় ০৯:২৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণার পর ৫০টির বেশি দেশ বাণিজ্য সমঝোতার জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। এ তথ্য জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক পর্ষদের পরিচালক কেভিন হেসেট।
রবিবার সকালে এবিসি নিউজকে কেভিন হেসেট বলেন, ‘গত রাতে ইউএসটিআর থেকে আমি জানতে পেরেছি যে ৫০টির বেশি দেশ প্রেসিডেন্টের কাছে সমঝোতা আলোচনার জন্য যোগাযোগ করেছে। তারা এটি করছে কারণ তারা বুঝেছে যে তাদের ওপর উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে।’
অন্যদিকে, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, গত বুধবার ট্রাম্পের শুল্ক ঘোষণার পর থেকে ৫০টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে। এর ফলে দেশগুলো ট্রাম্পকে ‘ক্ষমতার কেন্দ্রে’ রেখেছে।
তবে বেসেন্ট বা অন্য কোনো মার্কিন কর্মকর্তা এই দেশগুলোর নাম বা আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি। এত বেশি দেশের সঙ্গে একযোগে আলোচনা চালানো ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। এই আলোচনা কতদিন চলবে, তাও স্পষ্ট নয়।
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে রবিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার শর্ত হিসেবে তাদের ওপর থেকে শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের পণ্যের জন্য বাণিজ্য বাধা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তাইওয়ানের কম্পানিগুলো যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়াবে বলে জানিয়েছেন।
এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’-এ বেসেন্ট বলেন, ‘তিনি (তাইওয়ানের প্রেসিডেন্ট) নিজের স্বার্থে সর্বোচ্চ চেষ্টা করেছেন।’
ট্রাম্পের শুল্ক নীতির কারণে অর্থনৈতিক মন্দার আশঙ্কা প্রত্যাখ্যান করেছেন বেসেন্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ‘শুক্রবার আমরা দেখেছি কর্মসংস্থানের সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি। এভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। মন্দার কোনো কারণ দেখি না,’ বলেন তিনি।
ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বিশ্ব অর্থনীতিতে ধাক্কা লেগেছে। এতে বৈশ্বিক বাণিজ্যযুদ্ধ ও মন্দার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: রয়টার্স ও বিবিসি।