রাজশাহীতে জামায়াতের বাস-ট্রাক সংঘর্ষে ২ নিহত, ৩০ আহত

- আপডেট সময় ০৯:৩২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী দুটি বাস ও একটি ট্রাকের সংঘর্ষে দুজন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) রাত ১২টার দিকে রাজশাহী-নাটোর বাইপাস সড়কের খড়খড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন জামায়াতের কর্মী নাসিম ও জুয়েল। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় জামায়াত নেতা হাফেজ আব্দুল আলিম জানান, চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি ইউনিয়ন শাখার শিক্ষা সফরে অংশ নিয়ে দুটি বাসে করে নেতাকর্মীরা বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, পদ্মা সেতু ও প্রয়াত জামায়াত নেতাদের কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে একটি বাস খাদে পড়ে যায়, অন্যটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে।
রাজশাহী ফায়ার সার্ভিসের লিডার আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান জানান, পুলিশ ঘটনার কারণ তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।