তৃষ্ণার হ্যাটট্রিকে ৮-০ গোলের বড় জয় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের

- আপডেট সময় ১২:৪০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ২৬৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল দুর্দান্ত ফর্মে রয়েছে এশিয়ান কাপ বাছাইপর্বে। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শুক্রবার তারা ৮-০ গোলের বড় জয় তুলে নিয়েছে পূর্ব তিমুরের বিপক্ষে। ম্যাচে হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা রানী, আর একটি করে গোল করেছেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবীরণ খাতুন, মুনকি আক্তার ও মোসাম্মত সাগরিকা।
লাওসের ভিয়েনতিয়েনে নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে শুরুতে কিছুটা ধীরগতির ছিল বাংলাদেশের খেলা। প্রথম ১৫ মিনিটে একাধিক সুযোগ তৈরি হলেও গোলের দেখা মেলেনি। তবে ২০ মিনিটে স্বপ্না রানীর কর্নার থেকে নিখুঁত হেডে প্রথম গোল করেন শিখা।
এরপর গোলের স্রোত নামে। ৩৩ মিনিটে শান্তি মার্ডির নেওয়া কর্নার সরাসরি গোলপোস্টে লেগে জালে ঢুকে ব্যবধান দ্বিগুণ করে। তিন মিনিট পর আরেকটি কর্নার থেকে নবীরণ খাতুনের হেডে হয় তৃতীয় গোল। প্রথমার্ধের যোগ করা সময়ে সাগরিকার বাড়ানো বল আলতো টোকায় জালে জড়ান তৃষ্ণা রানী, ফলে ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ পুরোপুরি দাপট দেখায়। ৫৭ মিনিটে গোলমুখে জটলার মধ্যে বল পেয়ে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন তৃষ্ণা। এরপর ৭৩ মিনিটে সাগরিকা প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে গোলকিপারকে কাটিয়ে করেন ষষ্ঠ গোল।
৮২ মিনিটে সাগরিকার পাস থেকে তৃষ্ণা পূর্ণ করেন তাঁর হ্যাটট্রিক, যা ম্যাচে বাংলাদেশের সপ্তম গোল। রেফারির শেষ বাঁশি বাজার আগে মুনকি আক্তার করেন অষ্টম ও শেষ গোলটি। এই জয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। এর আগে তারা স্বাগতিক লাওসকে হারিয়েছিল ৩-১ গোলে। ফলে দুই ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে শক্ত অবস্থানে আছে তারা।
‘এইচ’ গ্রুপে থাকা বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে সরাসরি এশিয়ান কাপের মূল পর্বে উঠবে। তবে দ্বিতীয় স্থান পেলেও সুযোগ থাকছে, কারণ আট গ্রুপের সেরা রানার্সআপ তিন দলকেও নেওয়া হবে থাইল্যান্ডে ২০২৬ সালের মূল পর্বে।
তবে সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। আগামী রোববার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়া তাদের প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৯-০ গোলে হারিয়ে নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে। আজ তারা খেলবে স্বাগতিক লাওসের বিপক্ষে। এর আগে গত মাসে জাতীয় নারী দল মিয়ানমারে বাছাইয়ে নৈপুণ্য দেখিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে। এবার অনূর্ধ্ব-২০ দলও সেই পথে এগিয়ে চলেছে আত্মবিশ্বাসের সঙ্গেই।