গাজায় গণহত্যা বন্ধে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক

- আপডেট সময় ০৯:৪৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংগঠন ‘নিউইয়র্ক হেলথকেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’ এবং ‘ডক্টরস অ্যাগেইনস্ট জেনোসাইড’।
সোমবার (৭ এপ্রিল) নিউইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’।
‘দ্য ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন’ নামের আরেকটি সংগঠন ‘নো ওয়ার্ক, নো স্কুল আনটিল জেনোসাইড স্টপস’ অর্থাৎ ‘গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত কাজ ও স্কুল বন্ধ’ স্লোগানে বিশ্বজুড়ে অবরোধের ডাক দিয়েছে।
গাজায় ইসরায়েলি হামলায় নারী-শিশুর মরদেহ ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২৩ মার্চ ১৫ চিকিৎসাকর্মীকে হত্যার ঘটনা স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির ব্যাপারে ‘হেলথকেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’ তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছে, গাজায় গণহত্যা বন্ধে এই ধর্মঘট। এ উদ্দেশ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল বন্ধ থাকবে।
সংগঠনটি আরও বলেছে, গাজাবাসী জীবন ধারণের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মার্কিন বোমার আঘাতে হাসপাতাল গুঁড়িয়ে যাচ্ছে। অগণিত মা ও শিশু সাধারণ যত্নের অভাবে এবং বিস্ফোরণের আঘাতে মৃত্যুবরণ করছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংগঠনটি বলেছে, নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। সেই অপরাধী আবার হোয়াইট হাউসে বৈঠক করতে যাচ্ছেন।
ধর্মঘটে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, গাজার জন্য ন্যায়বিচারের দাবিতে সবাইকে রাস্তায় নামতে হবে। জায়নবাদীদের যুদ্ধাপরাধের অবসান ঘটাতে হবে। মার্কিন সহযোগিতা বন্ধ করতে হবে। সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ফিলিস্তিনজুড়ে সাধারণ ধর্মঘট পালিত হবে। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আন্তর্জাতিক সমর্থন ও ন্যায়বিচারের পক্ষে কাজ করা লোকজনকে সমর্থন জানিয়ে এ ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়েছে।