ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

    যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা পড়ল বিমান বাংলাদেশের ড্রিমলাইনার

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০১:২২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
    • / ২৫৮ বার পড়া হয়েছে

    যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৫৬ বাতিল করা হয়েছে। ডানার ফ্ল্যাপ বিকল হয়ে পড়ায় ২৬২ যাত্রী নিয়ে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দরে আটকা পড়েছে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি।

    গতকাল (১০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উড্ডয়নের কথা থাকলেও শেষ মুহূর্তে ত্রুটি ধরা পড়ে। উড্ডয়নের পূর্ণ প্রস্তুতি শেষ হলেও ডানার ফ্ল্যাপ কাজ না করায় ফ্লাইটটি বাতিল করা হয়। তাৎক্ষণিক মেরামত সম্ভব না হওয়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় বিমানবন্দরে রাখা হয়েছে।

    ফ্লাইটে মোট ২৬২ যাত্রী ছিলেন, যার মধ্যে ১৫ জন বিজনেস ক্লাসের এবং ২৪৭ জন ইকোনমি ক্লাসের। যাত্রী ও ক্রুদের প্রায় তিন ঘণ্টা অনিশ্চয়তায় থাকার পর হোটেলে থাকার ব্যবস্থা করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ত্রুটি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে পাঠানো হচ্ছে, যা আজ বাংলাদেশ সময় সন্ধ্যার মধ্যে রোমে পৌঁছাবে। মেরামত শেষ হলে একই উড়োজাহাজে যাত্রীদের ঢাকায় ফেরানো হবে। বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হবে না।

    এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে থাইল্যান্ডগামী বিমানের একটি উড়োজাহাজ মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে। কয়েক দিন আগে দুবাইগামী আরেকটি ফ্লাইট মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরে আসে।

    নিউজটি শেয়ার করুন

    যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা পড়ল বিমান বাংলাদেশের ড্রিমলাইনার

    আপডেট সময় ০১:২২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

    যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৫৬ বাতিল করা হয়েছে। ডানার ফ্ল্যাপ বিকল হয়ে পড়ায় ২৬২ যাত্রী নিয়ে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দরে আটকা পড়েছে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি।

    গতকাল (১০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উড্ডয়নের কথা থাকলেও শেষ মুহূর্তে ত্রুটি ধরা পড়ে। উড্ডয়নের পূর্ণ প্রস্তুতি শেষ হলেও ডানার ফ্ল্যাপ কাজ না করায় ফ্লাইটটি বাতিল করা হয়। তাৎক্ষণিক মেরামত সম্ভব না হওয়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় বিমানবন্দরে রাখা হয়েছে।

    ফ্লাইটে মোট ২৬২ যাত্রী ছিলেন, যার মধ্যে ১৫ জন বিজনেস ক্লাসের এবং ২৪৭ জন ইকোনমি ক্লাসের। যাত্রী ও ক্রুদের প্রায় তিন ঘণ্টা অনিশ্চয়তায় থাকার পর হোটেলে থাকার ব্যবস্থা করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ত্রুটি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে পাঠানো হচ্ছে, যা আজ বাংলাদেশ সময় সন্ধ্যার মধ্যে রোমে পৌঁছাবে। মেরামত শেষ হলে একই উড়োজাহাজে যাত্রীদের ঢাকায় ফেরানো হবে। বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হবে না।

    এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে থাইল্যান্ডগামী বিমানের একটি উড়োজাহাজ মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে। কয়েক দিন আগে দুবাইগামী আরেকটি ফ্লাইট মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরে আসে।