ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

    ৩৪ বছরের অপেক্ষার অবসান,পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতল উইন্ডিজ

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১১:২২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
    • / ২৬০ বার পড়া হয়েছে

    পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের এক ব্যতিক্রমী নজিরের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাত্র ৯২ রানে গুটিয়ে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০২ রানের বিশাল ব্যবধানে হারল পাকিস্তান। এই জয়ে ৩ উইকেটে ২৯৪ রান করে উইন্ডিজরা ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের জন্য ক্যারিবীয়দের ৩৪ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হলো।

    ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক শাই হোপের দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করে ৬ উইকেটে ২৯৪ রানের বিশাল পুঁজি দাঁড় করায় স্বাগতিকরা। অন্য কোনো ক্যারিবীয় ব্যাটার ফিফটির দেখা না পেলেও হোপ তার ১৮তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করে দলের বড় সংগ্রহ নিশ্চিত করেন। একপ্রান্ত আগলে রেখে খেলা এই ব্যাটার ৯৪ বলে ১০টি চার ও ৫টি ছক্কায় ১২০ রানে অপরাজিত থাকেন। এছাড়া, টেলএন্ডার জাস্টিন গ্রিভস ক্যামিও ইনিংসে ২৪ বলে ৪৩ রান করেন। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও আবরার আহমেদ ২টি করে উইকেট পান।

    ২৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামে। দলীয় ৯২ রানে অলআউট হওয়ার আগে পাঁচজন ব্যাটার শূন্য রানে আউট হন। সাইম আইয়ুব, আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান শূন্য রানে আউট হন। এই চারজনকেই ফিরিয়েছেন উইন্ডিজের তরুণ পেসার জেইডেন সিলস। চরম বিপর্যয়ে পড়া পাকিস্তানের পক্ষে টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা সর্বোচ্চ ৩০ রান করেন। এছাড়া মোহাম্মদ নওয়াজ ২৩ ও হাসান নওয়াজ ১৩ রান করেন। পাকিস্তানের এই চার ব্যাটারকেই ফিরিয়ে ওয়ানডের ক্যারিয়ার সেরা ১৮ রানে ৬ উইকেটের দারুণ ফিগার পূর্ণ করেন জেইডেন সিলস।

    নিউজটি শেয়ার করুন

    ৩৪ বছরের অপেক্ষার অবসান,পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতল উইন্ডিজ

    আপডেট সময় ১১:২২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

    পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের এক ব্যতিক্রমী নজিরের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাত্র ৯২ রানে গুটিয়ে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০২ রানের বিশাল ব্যবধানে হারল পাকিস্তান। এই জয়ে ৩ উইকেটে ২৯৪ রান করে উইন্ডিজরা ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের জন্য ক্যারিবীয়দের ৩৪ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হলো।

    ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক শাই হোপের দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করে ৬ উইকেটে ২৯৪ রানের বিশাল পুঁজি দাঁড় করায় স্বাগতিকরা। অন্য কোনো ক্যারিবীয় ব্যাটার ফিফটির দেখা না পেলেও হোপ তার ১৮তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করে দলের বড় সংগ্রহ নিশ্চিত করেন। একপ্রান্ত আগলে রেখে খেলা এই ব্যাটার ৯৪ বলে ১০টি চার ও ৫টি ছক্কায় ১২০ রানে অপরাজিত থাকেন। এছাড়া, টেলএন্ডার জাস্টিন গ্রিভস ক্যামিও ইনিংসে ২৪ বলে ৪৩ রান করেন। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও আবরার আহমেদ ২টি করে উইকেট পান।

    ২৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামে। দলীয় ৯২ রানে অলআউট হওয়ার আগে পাঁচজন ব্যাটার শূন্য রানে আউট হন। সাইম আইয়ুব, আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান শূন্য রানে আউট হন। এই চারজনকেই ফিরিয়েছেন উইন্ডিজের তরুণ পেসার জেইডেন সিলস। চরম বিপর্যয়ে পড়া পাকিস্তানের পক্ষে টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা সর্বোচ্চ ৩০ রান করেন। এছাড়া মোহাম্মদ নওয়াজ ২৩ ও হাসান নওয়াজ ১৩ রান করেন। পাকিস্তানের এই চার ব্যাটারকেই ফিরিয়ে ওয়ানডের ক্যারিয়ার সেরা ১৮ রানে ৬ উইকেটের দারুণ ফিগার পূর্ণ করেন জেইডেন সিলস।