ব্রেভিসের ঝড়ো সেঞ্চুরিতে সিরিজে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

- আপডেট সময় ১১:২৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে
ডেওয়াল্ড ব্রেভিসের রেকর্ড গড়া ঝড়ো সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২১৮ রান তুলে ৫৩ রানের জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। এই জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় তারা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে কেয়ার্নসে, যেখানে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
সিরিজের প্রথম ম্যাচে ডারউইনে ১৭৮ রান করেও ১৭ রানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় ম্যাচে তারা জয়ের ধারায় ফিরতে সক্ষম হয়। মঙ্গলবার ডারউইনে আগে ব্যাট করতে নেমে ৪৪ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় দক্ষিণ আফ্রিকা। চার নম্বরে নামা ব্রেভিস কিছুক্ষণ পরেই দেখেন লোহান ড্রে প্রিটোরিয়াসও ফিরেছেন সাজঘরে। ফলে ৫৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় প্রোটিয়ারা।
এমন কঠিন পরিস্থিতিতে সতর্ক শুরু করেন ব্রেভিস। সময়ের সঙ্গে আক্রমণাত্মক হয়ে ২৫ বলে অভিষেক ফিফটি পূর্ণ করেন তিনি। পরের ৫০ রান আসে মাত্র ১৬ বলে, আর ৪১ বলেই পৌঁছে যান টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে। ২২ বছর ১০৫ দিন বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টি সেঞ্চুরি করার রেকর্ড গড়েন তিনি। এর আগে এই রেকর্ড ছিল রিচার্ড লেভির দখলে, যিনি ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪ বছর ৩৬ দিনে সেঞ্চুরি করেছিলেন।
ব্রেভিস এই ম্যাচে আরও দুটি রেকর্ড গড়েন—টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রানের ইনিংস এবং দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এর আগে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ফাফ ডু প্লেসির, যিনি ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ১১৯ রান। দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখনও ডেভিড মিলারের দখলে, যিনি বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন।
অস্ট্রেলিয়া ২১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং ধসের শিকার হয়। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭.৪ ওভারে ১৬৫ রানে অলআউট হয় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ক্যামেরন গ্রিন, যিনি ২৪ বলে চারটি চার ও সমান ছক্কা হাঁকান। অ্যালেক্স ক্যারি করেন ২৬ রান। শেষ পর্যন্ত ব্রেভিসের রেকর্ড ভাঙা ইনিংসই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে, আর দক্ষিণ আফ্রিকা বড় জয় তুলে নিয়ে সিরিজকে সমতায় নিয়ে আসে।