চাঁদপুরে কমছে ইলিশের সরবরাহ, ভরা মৌসুমেও দাম চড়া

- আপডেট সময় ০২:২৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
ভরা মৌসুমেও চাঁদপুরের প্রধান মাছঘাটগুলোতে ইলিশের সরবরাহ আশানুরূপ বাড়ছে না। শুক্রবার (১৫ আগস্ট) চাঁদপুরের সর্ববৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাটে ছোট-বড় মিলিয়ে প্রায় ৩০০ মণের মতো ইলিশ এসেছে, যা চাহিদার তুলনায় অনেক কম। বর্তমানে বাজারে ছোট আকারের ইলিশের আধিক্য দেখা যাচ্ছে, যার বেশিরভাগই চট্টগ্রাম, নোয়াখালী ও হাতিয়া থেকে আসছে। পর্যাপ্ত সরবরাহ না থাকায় ইলিশের দাম এখনও বেশ চড়া, যা ক্রেতাদের হতাশ করছে।
মাছঘাটে পর্যাপ্ত ইলিশ না এলেও ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে ঘাট বেশ সরগরম। তবে ক্রেতারা বলছেন, ইলিশের যে দাম, তা তাদের কাছে অনেক বেশি। বর্তমানে ৫০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৫০০ টাকা কেজি দরে। এক কেজি ওজনের ইলিশের দাম ২২০০ থেকে ২৩০০ টাকা এবং ১২০০ থেকে ১৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ২৭০০ টাকায়। ক্রেতাদের মতে, ছোট আকারের ইলিশের দাম আরও কমা উচিত।
মৎস্য গবেষক ড. আনিসুর রহমান জানিয়েছেন, নদী ও উপকূলীয় সাগরে বর্তমানে ইলিশ কম ধরা পড়ছে। তবে এর অর্থ এই নয় যে ইলিশের সংকট দেখা দিয়েছে। তিনি বলেন, জলবায়ু ও আবহাওয়ার প্রতিকূলতার কারণে জেলেরা ইলিশ ধরতে পারছেন না বা তাদের জালে কম ইলিশ আসছে।
তিনি আরও জানান, বৃষ্টিপাত বেড়ে পানি প্রবাহ বৃদ্ধি পেলে ইলিশ আবার উজানের দিকে আসবে এবং তখন প্রাপ্যতাও বেড়ে যাবে। জেলেদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি একটি চ্যালেঞ্জ। চর, ডুবোচর, নদী দূষণ, দখল এবং জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, যা মোকাবেলা করতে হবে।