ডাকসু নির্বাচনে ছাত্রদলের সম্ভাব্য প্যানেল চূড়ান্ত, আজ ঘোষণা

- আপডেট সময় ১২:৩৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ২৬১ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সম্ভাব্য প্যানেল প্রায় চূড়ান্ত করেছে।
সংগঠনের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, ভিপি পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খানকে মনোনয়ন দেওয়া হচ্ছে। একইভাবে সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পাচ্ছেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিম।
এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন প্রায় চূড়ান্ত হয়েছে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়ের নামে। জাতীয়তাবাদী ছাত্রদল আজ বুধবার ডাকসু ও হল সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে। দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়ার কথা রয়েছে। সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে সমকালকে বলেন, “আজ দুপুর ১২টার দিকে আমরা প্যানেল ঘোষণা করব।”
এর আগে গতকাল মঙ্গলবার ছিল মনোনয়ন সংগ্রহের শেষ দিন। তবে ওই দিন পর্যন্তও প্যানেল চূড়ান্ত করতে পারেনি ছাত্রদল। শেষ মুহূর্তে সংগঠনের নেতাকর্মীরা একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। অবশেষে আলোচনার পর আজ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করার সিদ্ধান্ত নেয় সংগঠনটি।