০২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

সিলেটে বাটা জুতোর দোকান ও কেএফসিতে বিক্ষোভ-ভাঙচুর

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০২:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / ৩০ বার পড়া হয়েছে

গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে সিলেটে একটি মিছিল থেকে বাটার জুতোর দোকান এবং কেএফসি আউটলেটে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে নগরীর জিন্দাবাজার, দরগাগেট এবং মীরবক্সটুলা এলাকায় এসব প্রতিষ্ঠানে আক্রমণ চালানো হয়।

বিক্ষোভকারীরা দাবি করেন যে এসব প্রতিষ্ঠান ইসরায়েলের সঙ্গে যুক্ত। বিকেল ৩টার দিকে মীরবক্সটুলার রয়েল মার্ক হোটেলের দ্বিতীয় তলায় থাকা কেএফসিতে ইট-পাটকেল ছুঁড়ে ভেতরে ঢুকে ভাঙচুর করা হয়। এ সময় একটি কোমল পানীয়ের ট্রাক এলে সেটিও আক্রান্ত হয়।

বিক্ষোভকারীরা ট্রাক থেকে পানীয়ের বোতল বের করে রাস্তায় ছড়িয়ে দেয়। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত রাস্তায় অবস্থান করে তারা ইট ছুঁড়তে থাকে, ফলে কর্তৃপক্ষ রেস্টুরেন্টটি বন্ধ করে দেয়।

একই দিন বিকেল সাড়ে ৩টায় দরগাগেটে বাটার একটি শো রুম এবং পৌনে ৫টায় জিন্দাবাজারে আরেকটি শো রুমে ভাঙচুর চলে। বিক্ষোভকারীদের শত শত জনতা এসব জায়গায় জড়ো হয়ে প্রতিবাদ জানায়। এছাড়া জিন্দাবাজারের আরেকটি বাটার শো রুম, এপেক্স গ্যালারি এবং বন্দরবাজারের বাটার দোকানেও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

একইভাবে হাউজিং এস্টেট এলাকায় একটি খাবারের দোকান থেকে কোকাকোলার বোতল বের করে রাস্তায় ফেলে দেওয়া হয়।

বিক্ষোভকারীরা বলেন, বাটা এবং কেএফসি ইসরায়েলি প্রতিষ্ঠান, যারা ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালাচ্ছে। তারা এদেশে এসব প্রতিষ্ঠানের উপস্থিতি মেনে নেবে না।

সিলেট মহানগর পুলিশের ডিসি (উত্তর) দেবাশীষ রায় জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সিলেটে বাটা জুতোর দোকান ও কেএফসিতে বিক্ষোভ-ভাঙচুর

আপডেট সময় ০৮:০২:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে সিলেটে একটি মিছিল থেকে বাটার জুতোর দোকান এবং কেএফসি আউটলেটে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে নগরীর জিন্দাবাজার, দরগাগেট এবং মীরবক্সটুলা এলাকায় এসব প্রতিষ্ঠানে আক্রমণ চালানো হয়।

বিক্ষোভকারীরা দাবি করেন যে এসব প্রতিষ্ঠান ইসরায়েলের সঙ্গে যুক্ত। বিকেল ৩টার দিকে মীরবক্সটুলার রয়েল মার্ক হোটেলের দ্বিতীয় তলায় থাকা কেএফসিতে ইট-পাটকেল ছুঁড়ে ভেতরে ঢুকে ভাঙচুর করা হয়। এ সময় একটি কোমল পানীয়ের ট্রাক এলে সেটিও আক্রান্ত হয়।

বিক্ষোভকারীরা ট্রাক থেকে পানীয়ের বোতল বের করে রাস্তায় ছড়িয়ে দেয়। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত রাস্তায় অবস্থান করে তারা ইট ছুঁড়তে থাকে, ফলে কর্তৃপক্ষ রেস্টুরেন্টটি বন্ধ করে দেয়।

একই দিন বিকেল সাড়ে ৩টায় দরগাগেটে বাটার একটি শো রুম এবং পৌনে ৫টায় জিন্দাবাজারে আরেকটি শো রুমে ভাঙচুর চলে। বিক্ষোভকারীদের শত শত জনতা এসব জায়গায় জড়ো হয়ে প্রতিবাদ জানায়। এছাড়া জিন্দাবাজারের আরেকটি বাটার শো রুম, এপেক্স গ্যালারি এবং বন্দরবাজারের বাটার দোকানেও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

একইভাবে হাউজিং এস্টেট এলাকায় একটি খাবারের দোকান থেকে কোকাকোলার বোতল বের করে রাস্তায় ফেলে দেওয়া হয়।

বিক্ষোভকারীরা বলেন, বাটা এবং কেএফসি ইসরায়েলি প্রতিষ্ঠান, যারা ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালাচ্ছে। তারা এদেশে এসব প্রতিষ্ঠানের উপস্থিতি মেনে নেবে না।

সিলেট মহানগর পুলিশের ডিসি (উত্তর) দেবাশীষ রায় জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।