ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

    হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১১:১৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
    • / ২৬১ বার পড়া হয়েছে

    কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার রাতে বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সিআইডি তাকে আটক করে।

    বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন। তিনি জানান, জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।

    গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় দায়ের করা ওই হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। মামলায় শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে। আসামির তালিকায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বরে এবং তার বাবা নাসির উদ্দিন সাথী ২২ নম্বরে রয়েছেন।

    এর আগে, গত ১৭ আগস্ট একই মামলায় তৌহিদের বাবা ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গুলশান থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পরের দিনই তাকে রিমান্ডে নেওয়া হয়।

    ওই সময় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ) সরকারকে ২৬ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য। সংগঠনটির দাবি ছিল, তৌহিদ কেবল বর্তমান সরকারের সময়ে নয়, ১৫ আগস্ট আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহে জড়িত ছিলেন।

    ১৭ আগস্ট সন্ধ্যায় জেআরএ তাদের ফেসবুক পোস্টে উল্লেখ করে, “স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডিএমপি কমিশনারকে জানানো হচ্ছে, জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব), জুলাই ঐক্য ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য আর মাত্র ২৬ ঘণ্টা সময় বাকি।” পোস্টে আরও দাবি করা হয়, আফ্রিদি তখনও বাংলাদেশেই অবস্থান করছিলেন।

    নিউজটি শেয়ার করুন

    হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

    আপডেট সময় ১১:১৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

    কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার রাতে বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সিআইডি তাকে আটক করে।

    বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন। তিনি জানান, জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।

    গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় দায়ের করা ওই হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। মামলায় শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে। আসামির তালিকায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বরে এবং তার বাবা নাসির উদ্দিন সাথী ২২ নম্বরে রয়েছেন।

    এর আগে, গত ১৭ আগস্ট একই মামলায় তৌহিদের বাবা ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গুলশান থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পরের দিনই তাকে রিমান্ডে নেওয়া হয়।

    ওই সময় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ) সরকারকে ২৬ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য। সংগঠনটির দাবি ছিল, তৌহিদ কেবল বর্তমান সরকারের সময়ে নয়, ১৫ আগস্ট আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহে জড়িত ছিলেন।

    ১৭ আগস্ট সন্ধ্যায় জেআরএ তাদের ফেসবুক পোস্টে উল্লেখ করে, “স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডিএমপি কমিশনারকে জানানো হচ্ছে, জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব), জুলাই ঐক্য ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য আর মাত্র ২৬ ঘণ্টা সময় বাকি।” পোস্টে আরও দাবি করা হয়, আফ্রিদি তখনও বাংলাদেশেই অবস্থান করছিলেন।